(Source: Matrize)
Just Dial : মাত্র ১৫ হাজার টাকায় ডেটা বিক্রি জাস্ট ডায়ালের , ভুয়ো কল সেন্টারের প্রতারণার অভিযোগ
হরিয়ানার গুরুগ্রামের সাইবার ক্রাইম শাখা তদন্তে বিষয়টি সামনে এসেছে। 'জাস্ট ডায়াল'কে ( Just Dial ) নোটিশ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
নয়াদিল্লি : প্রযুক্তির যুগে এখন একটু অসতর্ক হলেই বিপদ। সমস্ত ডেটা ( Data ) প্রদানকারী সংস্থা মাত্র কিছু টাকার বিনিময়ে আপনার মূল্যবান ডেটা বিক্রি করে দিতে পারে। এমনটা অভিযোগ উঠেছে দেশের বেশ কিছু নামজাদা সংস্থার বিরুদ্ধে। এক বিখ্যাত সংস্থা সম্প্রতি ডেটা ফাঁস করে দিয়েছে বলে অভিযোগ। হরিয়ানার গুরুগ্রামের সাইবার ক্রাইম শাখা তদন্তে বিষয়টি সামনে এসেছে। 'জাস্ট ডায়াল'কে ( Just Dial ) নোটিশ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
গ্রাহকদের তথ্য বিক্রি ?
পুলিশি তদন্তে জানা গেছে, গ্রাহকদের তথ্য বিক্রি করা হচ্ছে। পুলিশ বলছে, তথ্য সরবরাহকারী অনেক সংস্থা বড় ধরনের ষড়যন্ত্র চালাচ্ছে। অভিযোগ , কিছু টাকার লোভে এসব এজেন্সি হাই প্রোফাইল গ্রাহকদের ( High Profile Customer ) তথ্য ভুয়ো কল সেন্টার অপারেটরদের কাছে বিক্রি করে। পুলিশ এমন সব সংস্থাকে সতর্ক করেছে। এমতাবস্থায় প্রশ্ন উঠছে পুলিশ এ ধরনের সব তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে। জানা গিয়েছে ওই সংস্থা তথ্য বিক্রি করে ১৫০ জনকে প্রতারণা ( Fraud ) করেছে।
আরও পড়ুন :
সরকার ভাঙার সমীকরণ কি অদূর ভবিষ্যতে বঙ্গেও দেখা যাবে? বোমা ফাটালেন শুভেন্দু
অভিযোগ, নামকরা এইরকম এজেন্সি তথ্য ও মোবাইল নম্বর ফাঁস করে কয়েক হাজার আয় করে। সাইবার ক্রাইম পুলিশের তদন্তে জানা গেছে যে , জাস্ট ডায়ালের মতো একটি নামকরা সংস্থা ( এসিপি ক্রাইম তার বিবৃতিতে নিয়েছেন) ১৫০ জনের সঙ্গে বীমা পলিসি নবীকরণের নামে লাখ লাখ টাকা প্রতারণা করে।
লক্ষের চুক্তি নয়, কোটি টাকার লাভ !
এই সংস্থাগুলির ডেটা সরবরাহের জন্য হাজার বা লক্ষের চুক্তি নয়, হয় কোটি টাকার লাভ। জানানো হয়, গ্রাহকদের সঙ্গে সম্পর্কিত সমস্ত তথ্য , যেমন আপনার নাম, শিক্ষা, আপনার ঠিকানা, আপনার জীবনযাত্রার ধরন যেমন গুরুত্বপূর্ণ এবং ব্যক্তিগত তথ্য । প্যাকেজ অনুযায়ী বিভিন্ন তথ্য অন্তর্ভুক্ত হয়।
গুরুগ্রামের এসিপি ক্রাইম প্রীতপাল সিং-এর মতে, গুরুগ্রাম পুলিশ শুধু জাস্ট ডায়ালই নয়, পুলিশ এমন সব সংস্থার উপর নজর রাখছে যারা মোটা টাকার বিনিময়ে অনৈতিক ভাবে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্কিত তথ্য বিক্রি করছে। এই ভুয়ো কল সেন্টারের মাস্টারমাইন্ড জানিয়েছে, কীভাবে সে এজেন্সির কাছ থেকে মাত্র কয়েক হাজার টাকায় ডেটা ক্রয় করে, শত শত মানুষের সঙ্গে লাখ লাখ টাকা প্রতারণা করেছে।