এক্সপ্লোর
Advertisement
Lost Or Stolen Phone: ট্রেনে, বাসে খোয়া গিয়েছে ফোন ? সময় নষ্ট না করে দ্রুত কী কী করবেন ?
Blocking Lost Or Stolen Mobile: ট্রেনে, বাসে ফোন হারিয়ে গিয়েছে বা চুরি হয়েছে ? সময় নষ্ট না করে দ্রুত কী কী করতে হবে ?
কলকাতা: ট্রেন থেকে নামতে বা ট্রেনে উঠতে গিয়ে দেখলেন পকেটটা খালি। অথবা বাসে ভাড়া দিতে গিয়ে লক্ষ করলেন মোবাইলের পকেটটা ফাঁকা। সঙ্গে সঙ্গে যেন দিশাহারা অবস্থা হয়ে যায়। অনেকে তখনই গাড়ির মধ্যে খোঁজাখুঁজি শুরু করে দেন। কিন্তু সে জিনিস চুরি হয়ে থাকলে ততক্ষণে পগার পার। তবে ফোন এই অবস্থায় সম্পূর্ণ ব্লক করে দেওয়ার উপায় রয়েছে। তা হলে আর কেউ ভারতের মধ্যে ওই ফোন ব্যবহার করতে পারবে না। যদি কেউ ব্যবহার করার চেষ্টা করে, তাহলে তার লোকেশন ধরা পড়ে যাবে।
ফোন হারিয়ে গেলে বা চুরি হলে কী করণীয়
ফোন হারিয়ে গেলে বা চুরি হলে প্রথমে স্থানীয় থানায় অভিযোগ জানাতে হবে।
- পুলিশে অভিযোগ দায়ের - স্থানীয় থানায় অভিযোগ দায়ের করার জন্য নিজের পরিচয়পত্র ও অভিযোগের একটি প্রতিলিপি সঙ্গে রাখতে হবে। কোথায়, কীভাবে হারিয়েছে, তার বিস্তারিত বিবরণ দিতে হবে অভিযোগে।
- সঞ্চার সাথী পোর্টাল - এর পর সঞ্চার সাথী পোর্টালে যেতে হবে। এটি কেন্দ্রীয় টেলিকম মন্ত্রকের একটি ওয়েবসাইট। সেখানে গিয়ে হারিয়ে যাওয়া ফোন ব্লক করার অনুরোধ করতে হবে। এর জন্য দরকারি তথ্য় দিতে হবে ধাপে ধাপে।
- ডিভাইসটির তথ্য - প্রথমে ফোন ডিভাইসটির তথ্য দিতে হবে। এর মধ্যে একটি নম্বর দিতে হবে, অর্থাৎ যেটি আপনি ব্যবহার করেন। এর পর দ্বিতীয় সিমের নম্বর যদি ওই ফোনে থেকে থাকে। এর আইএমইআই ১ ও আইএমইআই ২ নম্বর। তার পর ডিভাইস ব্র্যান্ড ও মডেল, ইনভয়েস দিতে হবে। এগুলির মধ্য়ে নম্বর ও ডিভাইস ব্র্যান্ডের নাম দেওয়া বাধ্যতামূলক।
- কোথায় হারিয়েছে সেই তথ্য - এই ধাপে হারানোর জায়গার নাম, তারিখ, রাজ্য, জেলা, পুলিশ স্টেশন, পুলিশের লিখিত অভিযোগের নম্বর, অভিযোগপত্রের ছবি দিতে হবে। এর মধ্যে সবকটি তথ্যই বাধ্যতামূলক।
- মোবাইল মালিকের ব্যক্তিগত তথ্য - মোবাইল যিনি ব্যবহার করতেন, এবার তার ব্যক্তিগত তথ্য দিতে হবে তৃতীয় ধাপে। সেখানে ব্যবহারকারীর নাম, ঠিকানা, একটি পরিচয়পত্র দিতে হবে। এর সঙ্গে ইমেল আইডিও দিতে হবে। যা বাধ্যতামূলক তালিকায় নেই।
- এই তিনটি ধাপ শেষ হয়ে গেলে ক্যাপচা পূরণ করতে হবে। ক্যাপচা সাবমিট করলেই একজনের অভিযোগ নথিভুক্ত হয়ে যাবে। এর পর স্ক্রল করে নিচে যেতে হবে। সেখানে গিয়ে ডিক্লারেশন জমা দিলেই নথি চূড়ান্ত হয়ে যাবে।
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন - Fraud Calls: পাকিস্তান থেকে ভুয়ো WhatsApp কল ? +92 নম্বর থেকে ফোন এলে কী করবেন, কী করবেন না
প্রযুক্তি (Technology) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement