Lava Smartphone: ভারতে লঞ্চ হয়েছে লাভা অগ্নি ২ ৫জি ফোন, দাম কত? কী কী ফিচার রয়েছে
Lava Agni 2 5G: এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা। শুধুমাত্র অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। বিক্রি শুরু হবে ২৪ মে থেকে।
Lava Smartphone: লাভা অগ্নি ২ ৫জি (Lava Agni 2 5G) ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোন দেশে লঞ্চ হয়েছে লাভা অগ্নি ৫জি মডেলের সাকসেসর হিসেবে। নতুন ফোনে রয়েছে একটি কার্ভড AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। লাভা অগ্নি ২ ৫জি ফোনে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর। এছাড়াও এই ফোনে রয়েছে কোয়াড রেয়ার ক্যামেরা ইউনিট। ফোনের ব্যাক প্যানেলে রয়েছে বড় গোলাকার ক্যামেরা মডিউল।
ভারতে লাভা অগ্নি ২ ৫জি ফোনের দাম
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা। শুধুমাত্র অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। বিক্রি শুরু হবে ২৪ মে থেকে।
লাভা অগ্নি ২ ৫জি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- ডুয়াল ন্যানো সিম রয়েছে এই ফোনে। এর সঙ্গে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস কার্ভড AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
- লাভা অগ্নি ২ ৫জি ফোনের কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৫৯ মেগাপিক্সেলের ১.০ মাইক্রন ক্যামেরা সেনসর। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেনসর, ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর।
- এই ফোনের ইনবিল্ট র্যামের পরিমাণ ৮ জিবি যা ভার্চুয়াল ভাবে ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এছাড়াও রয়েছে ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ।
- লাভা অগ্নি ২ ৫জি ফোনের ৪৭০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এর সাহায্যে শূন্য থেকে ৫০ শতাংশ চার্জ হতে পারে ১৬ মিনিটেরও কম সময়ে।
Motorola Edge 40: ভারতে লঞ্চ হবে মোটোরোলা এজ ৪০ (Motorola Edge 40) ফোন। আগামী ২৩ মে মোটোরোলার এই ফোন দেশে আসছে। জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart) থেকে এই ফোন কেনা যাবে। জানা গিয়েছে, মোটোরোলা এজ ৪০ ফোনে থাকতে চলেছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮০২০ প্রসেসর। Nebula Green, Eclipse Black, Lunar Blue- এই তিনটি রঙে মোটোরোলার নতুন ফোন লঞ্চ হতে পারে। এই ফোনে একটি মেটাল ফ্রেম এবং একটি ভেগান লেদার ব্যাক প্যানেল থাকবে। এছাড়াও এই ফোনে থাকতে চলেছে IP68 রেটিং। মোটোরোলার দাবি তাদের এজ ৪০ মডেল হল স্লিমেস্ট ৫জি ফোন যেখানে এই IP68 রেটিং রয়েছে। মোটোরোলা এজ ৪০ ফোনে IP68 রেটিং রয়েছে অর্থাৎ এটি একটি ওয়াটারপ্রুফ ডিভাইস। মোটোরোলা এজ সিরিজের এই ফোনে প্রথমবারের জন্য থাকতে চলেছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের কার্ভড ডিসপ্লে।
আরও পড়ুন- নিজের অজান্তেই ডেকে আনছি রোগ! মিষ্টির বিকল্প বলে যা কিনছি, তা আরও বিপজ্জনক, দাবি WHO-র