Lava Agni 3: ফোনের পিছনেও রয়েছে ডিসপ্লে, ভারতে হাজির লাভা অগ্নি ৩, আর কী কী চমক রয়েছে এই ফোনে?
Lava Mobiles: আগামী ৯ অক্টোবর থেকে লাভা অগ্নি ৩ ফোনের বিক্রি শুরু হবে। কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে।
Lava Agni 3: ভারতে লঞ্চ হয়েছে লাভা অগ্নি ৩ ফোন (Lava AGni 3)। লাভা ভারতীয় সংস্থা। তাদের নতুন ফোন মাঝামাঝি রেঞ্জের (Mid Range Phone) অর্থাৎ বাজেট মডেল। লাভা অগ্নি ৩ ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির AMOLED স্ক্রিন যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনের ব্যাক প্যানেলেও রয়েছে ১.৭৪ ইঞ্চির ডিসপ্লে। এটি একটি টাচস্ক্রিন AMOLED ডিসপ্লে যেখানে স্মার্টফোনের কিছু ফিচার অ্যাকসেস করা যাবে। এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এছাড়াও ফোনের মূল ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। লাভা অগ্নি ৩ ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ এক্স চিপসেট রয়েছে। এর সঙ্গে ৮ জিবি র্যাম যুক্ত রয়েছে। অ্যান্ড্রয়েড ১৪- সাপোর্টে এই ফোন পরিচালিত হবে। লাভা অগ্নি ৩ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৬ ওয়াটের চার্জার।
ভারতে লাভা অগ্নি ৩ ফোনের দাম
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে ২০,৯৯৯ টাকা থেকে। এই একই কনফিগারেশনের মডেল চার্জার সমেত কেনা যাবে ২২,৯৯৯ টাকায়। লাভা অগ্নি ৩ ফোনের ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। আগামী ৯ অক্টোবর থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে।
লাভা অগ্নি ৩ ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে
- ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে এই ফোনে। জানা গিয়েছে, এই ফোনের পিছনে যে স্ক্রিন রয়েছে তার সাহায্যে ইউজাররা ফোনকলা ধরা, মেসেজের দ্রুত রিপ্লাই দেওয়া, সেলফি নেওয়া (রেয়ার ক্যামেরার সাহায্যে), গান চালানো, অ্যালার্ম কিংবা টাইমার সেট করার সুযোগ পাবেন।
- এই ফোনে ভার্চুয়াল র্যামের সাপোর্ট রয়েছে। এর সাহায্যে ফোনের ইনবিল্ট র্যামের পরিমাণ বাড়ানো সম্ভব। ৮ জিবি র্যাম ইনবিল্ট রয়েছে। আরও ৮ জিবি র্যাম বাড়ানো যাবে ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজের সাহায্যে।
- লাভা অগ্নি ৩ ফোনে রয়েছে 'অ্যাকশন' বাটন। এর সাহায্যে ফোনের রিঙ্গার এবং সাইলেন্ট মোডে আপনি ফোনের মোড সুইচ করতে পারবেন। এছাড়াও ফ্ল্যাশলাইট ফিচার অন করা যাবে এই অ্যাকশন বাটনের সাহায্যে। এর পাশাপাশি ক্যামেরার শাটার বাটন হিসেবেও এই বাটন কাজ করবে।
- এই ৫জি ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরায় ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা রয়েছে।
- লাভা অগ্নি ৩ ৫জি ফোনে ৫০ শতাংশ চার্জ হতে সময় লাগবে মাত্র ১৯ মিনিট।
আরও পড়ুন- আসছে একই ফোনের ৪জি ও ৫জি মডেল, কেমন ফিচার থাকতে চলেছে স্যামসাং গ্যালাক্সির নতুন ফোনে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।