Lava Blaze 2: এবছর এপ্রিলে ভারতে লঞ্চ হতে পারে নতুন ফোন লাভা ব্লেজ ২, কী কী ফিচার থাকার সম্ভাবনা?
Lava Smartphone: জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা সম্প্রতি ট্যুইটে আভাস দিয়েছেন সম্ভবত এবছর এপ্রিল মাসে ভারতের বাজারে লঞ্চ হতে পারে লাভা ব্লেজ ২ ফোন।
Lava Blaze 2: ভারতে দ্রুত লঞ্চ হতে চলেছে লাভা ব্লেজ ২ (Lava Blaze 2) ফোন। যদিও লাভা সংস্থা এখনও এই ফোনের লঞ্চ প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। লাভা (Lava Smartphones) ভারতের নিজস্ব ব্র্যান্ড। ২০০৯ সালে এই কোম্পানি তৈরি হয়েছিল। মূলত অ্যাফোর্ডেবল রেঞ্জের অর্থাৎ বাজেট সেগমেন্টের ফোন তৈরির জন্য লাভা সংস্থা বিখ্যাত। তবে ইতিমধ্যেই ৫জি ফোনও লঞ্চ করেছে লাভা কোম্পানি। ২০২১ সালে ভারতে লাভা জেড সিরিজের ফোন প্রথম লঞ্চ করেছিল লাভা সংস্থা। গতবছর লঞ্চ হয়েছিল লাভা ব্লেজ ৫জি ফোন। এবার চলতি বছর লাভা ব্লেজ ২ ভারতে লঞ্চ হবে বলে শোনা গিয়েছে।
জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা সম্প্রতি ট্যুইটে আভাস দিয়েছেন সম্ভবত এবছর এপ্রিল মাসে ভারতের বাজারে লঞ্চ হতে পারে লাভা ব্লেজ ২ ফোন। এই ফোনে একটি Unisoc T616 প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন এই টিপস্টার। এর পাশাপাশি মুকুল শর্মার কথায় ভারতে লাভা ব্লেজ ২ ফোনের দাম হতে পারে ১০ হাজার টাকার কম। অর্থাৎ অন্তত এই ফোনের বেস মডেলের দাম ১০ হাজার টাকার কম হওয়ার সম্ভাবনা রয়েছে। মুকুল শর্মা লাভা ব্লেজ ২ ফোনের ফার্স্ট লুকও শেয়ার করেছেন ট্যুইটারে। সেখানে দেখে মনে হয়েছে এই ফোনের রেয়ার প্যানেল তৈরি হয়েছে কাচ দিয়ে। আর তার ফলে এই ফোনে যুক্ত হবে প্রিমিয়াম লুক। কমলা রঙের শেডে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। লাভা ব্লেজ ২ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। ফোনের ব্যাক প্যানেলে দুটো গোলাকার কাট আউট থাকতে পারে। সেখানে ক্যামেরা সেনসর যুক্ত থাকবে। এছাড়াও থাকতে পারে এলইডি ফ্ল্যাশ।
Budget Smartphone: ভারতে লঞ্চ হয়েছে নতুন বাজেট স্মার্টফোন। সম্প্রতি দেশে লঞ্চ হয়েছে Itel P40 ফোন। এই ফোনের দাম দেশে ৭৬৯৯ টাকা। Dreamy Blue, Force Black এবং Luxurious Gold- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে Itel P40 বাজেট স্মার্টফোন। এই মডেলে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট। একবার চার্জ দিলে ৩২ ঘণ্টা পর্যন্ত কলিং টাইম এবং ১৫ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম পাওয়া সম্ভব। Itel P40 ফোনে রয়েছে ইনবিল্ট ৪ জিবি র্যাম। এই র্যামের পরিমাণ আরও ৩ জিবি বাড়ানো সম্ভব ভার্চুয়াল র্যাম এক্সপ্যানশন ফিচারের সাহায্যে। ফোনের না ব্যবহার হওয়া স্টোরেজের মাধ্যমে এই র্যামের পরিমাণ বাড়ানো সম্ভব। এছাড়াও এই ফোনের ইনবিল্ট ৬৪ জিবি স্টোরেজের পরিমাণ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
আরও পড়ুন- ChatGPT করতে পারে এই ২০ টি কাজ, আপনার চাকরি থাকবে কি ?