Lava X3 2022: ১০ হাজারের কমে ফোন কিনবেন? ভারতে হাজির এই বাজেট স্মার্টফোন
Lava Mobiles: লাভা মোবাইলস ভারতে বাজেট ফোন লাভা এক্স৩ ২০২২ লঞ্চ করেছে।
আপনার বাজেট ১০ হাজার টাকা, তাহলে এখনই আপনার হাতে ফোন কেনার সুযোগ রয়েছে। ভারতের বাজারে এই ফোন আপনি পেয়ে যাবেন অনায়াসে। ১০ হাজার টাকার কমে কী স্মার্টফোন কিনতে পারবেন, দেখে নিন।
লাভা এক্স৩ (২০২২)
Lava X3 (2022): ভারতের নিজস্ব সংস্থা লাভা (Lava Mobiles) মোবাইলস। তারা সম্প্রতি দেশে লঞ্চ করেছে বাজেট স্মার্টফোন (Budget Smartphone) লাভা এক্স৩ (২০২২) (Laca X3 2022)। এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৩ জিবি র্যাম। লাভা সংস্থার এই বাজেট সেগমেন্টের ফোনে রয়েছে একটি ৬.৫৩ ইঞ্চির IPS LCD ডিসপ্লে। তার মধ্যে রয়েছে HD+ রেজোলিউশন। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৬০ হার্টজ। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। মার্চ মাসে লঞ্চ হয়েছিল লাভা এক্স২ ফোন। তারই সাকসেসর হিসেবে দেশে হাজির হয়েছে লাভা এক্স৩ (২০২২)। এই ফোনের ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ মডেলের দাম ৬৯৯৯ টাকা। Charcoal Black, Arctic Blue, Luster Blue- এই তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে লাভা এক্স৩ (২০২২) ফোন।
লাভা এক্স৩ (২০২২) স্পেসিফিকেশন
- এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১২ (গো এডিশন) out-of-the-box- এর সাহায্যে।
- ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে লাভা এক্স৩ (২০২২) ফোনে। সেখানে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স এবং VGA সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে LED ফ্ল্যাশ। আর রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
- ৩২ জিবি ইনবিল্ট স্টোরেজ রয়েছে এই বাজেট সেগমেন্টের ফোনে। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৫১২ জিবি পর্যন্ত তা বাড়ানো সম্ভব। ফোনের পিছনের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর এবং ফেস আনলক ফিচার।
- ৪০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে এই ফোনে। একটি ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক রয়েছে। আর রয়েছে টাইপ- সি ইউএসবি পোর্ট।
Infinix Zero Ultra 5G: ইনফিনিক্স জিরো আলট্রা ৫জি (Infinix Zero Ultra 5G) ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ৫জি ফোনে রয়েছে ২০০ মেগাপিক্সেলের (200 MP) প্রাইমারি ক্যামেরা সেনসর। এছাড়াও রয়েছে ১৮০ ওয়াটের (180W) থান্ডার চার্জ সাপোর্ট। এই ফোনে একটি ৪৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এই ব্যাটারিতে ১০০ শতাংশ চার্জ হবে মাত্র ১২ মিনিটে। এমনই দাবি করেছে ইনফিনিক্স সংস্থা। এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৯২০ প্রসেসর রয়েছে। তার সঙ্গে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ রয়েছে। ইনফিনিক্স জিরো আলট্রা ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২৯,৯৯৯ টাকা। ২৫ ডিসেম্বর থেকে এই ফোন কেনা যাবে ফ্লিপকার্টের মাধ্যমে। Flipkart Axis Bank কার্ডে ফোন কিনলে ৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। Coslight Silver এবং Genesis Noir- এই দুই রঙে লঞ্চ হয়েছে ইনফিনিক্সের নতুন ৫জি ফোন। এই ফোন কেনার ক্ষেত্রে নো-কস্ট ইএমআই অপশনও পাওয়া যাবে। সেক্ষেত্রে ইএমআই- এর কিস্তি শুরু হবে ২৫০০ টাকা থেকে। এছাড়াও থাকছে এক্সচেঞ্জ অফার।