Lava Phone: লাভা- র নতুন ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে, দাম ১০ হাজারের কম, কী কী ফিচার রয়েছে?
Lava Yuva 2 5G: এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৪৯৯ টাকা। আপাতৎ অফলাইনে এই ফোন কেনা যাবে। মার্বেল ব্ল্যাক এবং মার্বেল হোয়াইট- এই দুই রঙে লাভা এই ফোন লঞ্চ হয়েছে।
Lava Phone: লাভা ইয়ুভা ২ ৫জি ফোন (Lava Yuva 2 5G) লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনে একটি ৬ এনএম অক্টা-কোর Unisoc T760 প্রসেসর রয়েছে। এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা যেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে এআই যুক্ত ক্যামেরা ফিচার। একটি বিশেষ নোটিফিকেশন লাইট ফিচার রয়েছে লাভা সংস্থার নতুন ৫জি ফোনে। ফোনে থাকা অ্যাপে কিছু নোটিফিকেশন এলে এই ফিচার অ্যালার্ট দেবে ইউজারদের। এটি একটি বাজেট ৫জি ফোন। ফলে দাম রয়েছে সাধ্যের মধ্যেই।
ভারতে লাভা ইয়ুভা ২ ৫জি ফোনের দাম, কী কী রঙে লঞ্চ হয়েছে, কোথা থেকে কেনা যাবে
এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৪৯৯ টাকা। আপাতৎ অফলাইনে এই ফোন কেনা যাবে। মার্বেল ব্ল্যাক এবং মার্বেল হোয়াইট- এই দুই রঙে লাভা সংস্থার নতুন বাজেট ৫জি ফোন লঞ্চ হয়েছে। এই ফোন কিনলে ক্রেতারা পাবেন এক বছরের ওয়ারেন্টি এবং বাড়িতে বিনামূল্যে সার্ভিস।
লাভা ইয়ুভা ২ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে
- এই ফোনে ৬.৬৭ ইঞ্চির এইচডি প্লাস স্ক্রিন রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
- ভার্চুয়াল র্যামের ফিচার রয়েছে এই ফোনে। এর সাহায্যে র্যামের পরিমাণ আরও ৪ জিবি বাড়ানো যাবে।
- অ্যান্ড্রয়েড ১৪ আউট অফ দ্য বক্সের সাপোর্ট রয়েছে লাভা ইয়ুভা ২ ৫জি ফোনে।
- এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর রয়েছে।
- ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- নোটিফিকেশন লাইট ইউনিট রয়েছে রেয়ার ক্যামেরা মডিউলের সঙ্গেই। ফোন এলে, অ্যাপে নোটিফিকেশন এলে, সিস্টেমে কিছু এলেই এই আলো জ্বলে ইউজারকে জানান দেবে।
- লাভা ইয়ুভা ২ ৫জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১৮ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট রয়েছে। ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে এই ফোনে চার্জ দেওয়া সম্ভব। ডুয়াল স্টিরিও আপিকার রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ফেস আনলক ফিচার এবং ফিঙ্গারপ্রিন্ট সেনসর।