Vivo Phones: ভারতে লঞ্চ হয়েছে ভিভো-র নতুন ৫জি ফোন, কেনার আগে দেখে নিন ফিচার-দাম
Vivo Y29 5G: ভারতে ভিভো ভি২৯ ৫জি ফোন লঞ্চ হয়েছে ডায়মন্ড ব্ল্যাক, গ্লেসিয়ার ব্লু এবং টাইটেনিয়াম গোল্ড- এই তিন রঙে। কেনা যাবে ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে।
Vivo Phones: ভারতে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই২৯ ৫জি ফোন (Vivo Y29 5G)। এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ফোন। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না। ভিভো সংস্থার দাবি, তাদের নতুন ৫জি ফোনে মিলিট্যান্ট গ্রেড ডিউরেবেলিটি রয়েছে। তার ফলে ফোন হাত থেকে অসাবধানে পড়ে গেলেও নষ্ট হওয়ার, ভেঙে যাওয়ার সম্ভাবনা কম। ভিভো সংস্থার দাবি, এই ফোনে একটি কুশনিং স্ট্রাকচার রয়েছে। যখন ফোনটি wave crest - এই বিশেষ ধরনের ফোন কেসে রাখা হবে তখন তা ড্রপ রেজিসট্যান্ট হিসেবে কাজ করবে। ভারতে চারটি র্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে কেনা যাবে ভিভো ভি২৯ ৫জি ফোন।
ভারতে ভিভো ভি২৯ ৫জি ফোনের দাম
এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা। এছাড়াও ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১৫,৪৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। আর এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১৮,৯৯৯ টাকা।
ভিভো ভি২৯ ৫জি ফোন কেনার সময় ক্রেতারা ১৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। এসবিআই কার্ড, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা এবং আরও বেশ কয়েকটি ব্যাঙ্কের কার্ডে ফোন কিনতে গেলে ইএমআই অপশনও থাকছে। ১৩৯৯ টাকা থেকে শুরু হচ্ছে মাসিক কিস্তি। এছাড়াও ক্রেতারা পাবেন ভি-শিল্ড ডিভাইস প্রোটেকশন।
ভারতে ভিভো ভি২৯ ৫জি ফোন লঞ্চ হয়েছে ডায়মন্ড ব্ল্যাক, গ্লেসিয়ার ব্লু এবং টাইটেনিয়াম গোল্ড- এই তিন রঙে। কেনা যাবে ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে।
ভিভো ভি২৯ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে
- এই ফোনে রয়েছে ডুয়াল ন্যানো সিম। অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্ট পাওয়া যাবে।
- এই ফোনে ৬.৬৮ ইঞ্চির এইচডি এলসিডি স্ক্রিন রয়েছে।
- একটি ৬ এনএম অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ প্রসেসর রয়েছে।
- এই ফোনের র্যামের পরিমাণ আরও ৮ জিবি বাড়ানো সম্ভব।
- আর মাইক্রো এসডি কার্ডের সাহায্যে স্টোরেজের পরিমাণ বাড়ানো যাবে ১ টিবি পর্যন্ত।
- ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসরের সঙ্গে রয়েছে ০.০৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স।
- এই ফোনে ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবেন ইউজাররা।
- দুটো ক্যামেরা সেনসরের নীচে রয়েছে একটি গোলাকার এলইডি ফ্ল্যাশ।
- ভিভোর এই ফোনে শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হবে ৭৯ মিনিটে, দাবি সংস্থার।