Lava Budget Phone: ফোনের দাম ৬০০০, ফিচার নজরকাড়া, রয়েছে শক্তিশালী ব্যাটারি
Lava Smartphone: ভারতে লঞ্চ হয়েছে লাভা ইয়ুভা স্মার্ট ২ ফোন। এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। ভারতে এই ফোনের বিক্রি কবে শুরু হবে তা এখনও জানায়নি লাভা সংস্থা।

Lava Budget Phone: ভারতে লঞ্চ হয়েছে লাভা ইয়ুভা স্মার্ট ২ ফোন। লাভা ভারতের একটি সংস্থা। নয়ডা ভিত্তিক এই কোম্পানি এর আগেও একাধিক বাজেট ফোন লঞ্চ করেছে দেশে। এবারও বাজেট স্মার্টফোন হিসেবেই লাভা ইয়ুভা স্মার্ট ২ মডেল লঞ্চ করেছে নয়ডার এই সংস্থা। একটি octa-core Unisoc চিপসেট রয়েছে লাভা সংস্থার নতুন ফোনে। এর সঙ্গে ৩ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত রয়েছে। এছাড়াও ফোনের ব্যাক প্যানেলে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। ফোনের পিছনের অংশে চৌকো ক্যামেরা মডিউল রয়েছে। সেখানেই দুটো ক্যামেরা সেনসর থাকবে। এছাড়াও এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। ভারতে এই ফোনের বিক্রি কবে শুরু হবে তা এখনও জানায়নি লাভা সংস্থা।
ভারতে লাভা ইয়ুভা স্মার্ট ২ ফোনের দাম কত, কী কী রঙে লঞ্চ হয়েছে
লাভা ইয়ুভা স্মার্ট ২ ফোনের ৩ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম ৬০৯৯ টাকা। ক্রিস্টাল ব্লু এবং ক্রিস্টাল গোল্ড- এই দুই রঙে লাভা ইয়ুভা স্মার্ট ২ ফোন লঞ্চ হয়েছে ভারতে।
লাভা ইয়ুভা স্মার্ট ২ ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে
- অ্যান্ড্রয়েড ১৫ গো এডিশনের সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ৬.৭৫ ইঞ্চির টাচস্ক্রিন। সেখানে এইচডি প্লাস রেজোলিউশন পাবেন ইউজাররা। এই স্ক্রিনের রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ইনবিল্ট ৬৪ জিবি স্টোরেজ সাপোর্ট রয়েছে লাভা সংস্থার নতুন ফোনে।
- লাভা ইয়ুভা স্মার্ট ২ ফোনে রয়েছে একটি octa-core Unisoc 9863a চিপসেট। এই ফোনের ইনবিল্ট ৩ জিবি র্যাম, ভার্চুয়াল র্যামের সাহায্যে আরও ৩ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজের সাহায্যে এই র্যামের পরিমাণ বাড়ানো যাবে।
- এই ফোনের ব্যাক প্যানেলে রয়েছে চৌকো ক্যামেরা মডিউল। সেখানে ১৩ মেগাপিক্সেলের AI ডুয়াল রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। এর সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ। ফোনের স্ক্রিনের উপরে রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ফোনের রেয়ার ক্যামেরার সেকেন্ডারি সেনসর সম্পর্কে এখনও জানা যায়নি।
- লাভা ইয়ুভা স্মার্ট ২ ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট ছাড়াও রয়েছে ইউএসবি টাইপ-সি পোর্টের সাপোর্ট। এর সাহায্যেই চার্জ দেওয়া যাবে ফোনে। লাভা ইয়ুভা স্মার্ট ২ ফোনের সাইডের অংশে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। এছাড়াও ইউজারদের নিরাপত্তার জন্য ফেস আনলক সাপোর্টও রয়েছে এই ফোনে।






















