Earbuds: ভারতে নতুন ইয়ারবাডস লঞ্চ করেছে Mivi, ৩৫ ডেসিবেল পর্যন্ত কাজ করবে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার
Mivi SuperPods Concerto: ৩৯৯৯ টাকা থেকে ভারতে Mivi SuperPods Concerto ইয়ারবাডসের দাম শুরু হচ্ছে। মেটালিক ব্লু, মিস্টিক সিলভার, রয়্যাল শ্যাম্পেন এবং স্পেস ব্ল্যাক- চার রঙে লঞ্চ হয়েছে এই ইয়ারবাডস।

Earbuds: ভারতে বর্তমানে অনেক সংস্থার ইয়ারবাডসই পাওয়া যায়। তবে বিভিন্ন কোম্পানির ইয়ারবাডসের মধ্যে গ্রাহকদের অনেকেরই Mivi সংস্থার ইয়ারবাডস বেশ পছন্দের। সম্প্রতি Mivi ভারতে একটি নতুন ইয়ারবাডস লঞ্চ করেছে। এটি একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস। এবার দেশে লঞ্চ হয়েছে Mivi SuperPods Concerto - এই ইয়ারবাডসটি। ৩৫ ডেসিবেল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার সাপোর্ট করবে এই ডিভাইসে। থ্রিডি সাউন্ড স্টেজ টেকনোলজির সাপোর্টও রয়েছে এই ইয়ারবাডসে। একবার পুরো চার্জ দিলে চার্জিং কেস সমেত এই ইয়ারবাডসে প্রায় ৬০ ঘণ্টা চার্জ বজায় থাকবে। হাই রেজোলিউশনের অডিও সার্টিফিকেশনের পাশাপাশি Mivi SuperPods Concerto - এই ইয়ারবাডসে রয়েছে Dolby Audio এবং LDAC audio codecs - এই দুইয়ের সাপোর্ট।
ভারতে Mivi SuperPods Concerto - এই ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডসের দাম কত
৩৯৯৯ টাকা থেকে ভারতে Mivi SuperPods Concerto ইয়ারবাডসের দাম শুরু হচ্ছে। মেটালিক ব্লু, মিস্টিক সিলভার, রয়্যাল শ্যাম্পেন এবং স্পেস ব্ল্যাক- চার রঙে লঞ্চ হয়েছে এই ইয়ারবাডস। ভারতে অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট, অ্যামাজন এবং Mivi ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। এছাড়াও পাওয়া যাবে নির্দিষ্ট রিটেল স্টোরে।
Mivi SuperPods Concerto - এই ইয়ারবাডসে কী কী ফিচার রয়েছে একনজরে দেখে নিন
- এই ইয়ারবাডসে রয়েছে metal unibody ডিজাইন। এর সঙ্গে রয়েছে hourglass স্টেম এবং glossy ফিনিশ।
- এই ইয়ারফোনে হাই রেজোলিউশনে অডিও সাপোর্ট রয়েছে। এর সঙ্গে পাবেন Dolby Audio তেকনলজির সাপোর্টও। কানে এই ইয়ারবাডস দিলে ইউজাররা থিয়েটারে বসে শব্দ শোনার অভিজ্ঞতা পাবেন।
- এই ইয়ারবাডসে সংস্থার নিজস্ব থ্রিডি soundstage sound profile টেকনোলজির সাপোর্ট পাবেন ইউজাররা।
- Mivi SuperPods Concerto ইয়ারবাডসে ব্লুটুথ ৫.৪ কানেক্টিভিটি সাপোর্ট পাবেন ইউজাররা। এছাড়াও থাকবে LDAC audio codec সাপোর্ট। এর সাহায্যে স্পষ্ট শব্দ শুনতে পারবেন ইউজাররা।
- একটি কোয়াড মাইক ইউনিট থাকছে এই ইয়ারফোনে। সেখানে ৩৫ ডেসিবেল পর্যন্ত এএনসি ফিচার কাজ করবে। এছাড়াও থাকছে ট্রান্সপারেন্সি মোড এবং কল নয়েজ রিডাকশন ফিচারের সাপোর্ট।
- ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি রয়েছে Mivi SuperPods Concerto ইয়ারবাডসে। অর্থাৎ একসঙ্গে দুটো ডিভাইসের সঙ্গে ইয়ারবাডস যুক্ত করা যাবে।
- একবার পুরো চার্জ দিলে চার্জিং কেস ছাড়া সাড়ে ৮ ঘণ্টা মতো চালু থাকবে এই ইয়ারবাডস। ১০ মিনিটের চার্জেই ৮ ঘণ্টা চালু থাকার মতো চার্জ হয়ে যাবে এই ইয়ারবাডসে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
