Mobile Phone Facts: আপনার মোবাইলেই রয়েছে এই ৫ সুবিধা, আগে জানতেন কি ?
Smartphone Tips: দিন বদলের সঙ্গে সঙ্গে বদলেছে পরিস্থিতি। আপনার মোবাইল ফোন আর কেবল কথা বলার গ্যাজেট নয়।
Smartphone Tips: দিন বদলের সঙ্গে সঙ্গে বদলেছে পরিস্থিতি। আপনার মোবাইল ফোন আর কেবল কথা বলার গ্যাজেট নয়। আপনার স্মার্টফোনেই রয়েছে অত্যন্ত প্রয়োজনীয় কিছু সুবিধা। আপনি সেই ৫ সুবিধার বিষয়গুলি জানেন কি ?
মোবাইল ফোন সম্পর্কে এই অনন্য জিনিসগুলি জানুন:
1. ওয়াটারপ্রুফ স্মার্টফোন
জানলে অবাক হবেন , জাপানে 90% স্মার্টফোন জল-প্রতিরোধী ক্ষমতা ধরে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। কারণ, সেখানকার বেশিরভাগ মানুষ স্নান করার সময়ও এগুলি ব্যবহার করতে পছন্দ করেন।
2. অ্যাপ ছাড়া QR কোড স্ক্যান
আপনার ফোনে QR কোড রিডার অ্যাপ না থাকলেও আপনি কাজ চালাতে পারবেন। এখন QR কোড স্ক্যানার হিসাবে কাজে লাগবে আপনার আইফোন ক্যামেরা। আপনাকে ক্যামেরা খুলে কিউআর কোড ধরে রাখতে হবে। পরে রেজাল্ট নোটিফিকেশনে প্রেস করলেই তা আপনাকে অন্য পৃষ্ঠা বা ওয়েবসাইটে নিয়ে যাবে। এবার গুগল অ্যাপ খুলে স্ক্রিন সার্চ এনাবল করুন। এবার একই প্রোটোকল অনুসরণ করে অ্যান্ড্রয়েডেও একই কাজ করতে পারেন।
3. কাস্টম ভাইব্রেশন
এর মাধ্যমে প্রয়োজনীয় কলে ভ্রাইব্রেশন অপশন এনাবল করতে পারবেন। এর জন্য আপনার আইফোনের সেটিংসে যাওয়ার পরে সাউন্ড ও হ্যাপটিক্সে ক্লিক করুন। এবার রিংটোন বা টেক্সট টোনে ক্লিক করুন। ওপরে আপনি ভাইব্রেশনের বিকল্পটি দেখতে পাবেন। এখানে ক্লিক করুন ও স্ক্রল করুন, যতক্ষণ না আপনি কাস্টম বিভাগটি খুঁজে পাচ্ছেন। এখানে নিচে আপনি ভাইব্রেশনের অপশনে ক্লিক করবেন। অ্যাপের এই অংশে আপনি আপনার নিজস্ব কাস্টমাইজড কম্পন প্যাটার্ন তৈরি করতে পারেন। পরিচিতদের জন্য এই ভাইব্রেশন অবশন এনাবল করে রাখুন। ফলে পরিচিতরা ফোন করলেই আপনি ভাইব্রেশনের মাধ্যমে তা বুঝতে পারবেন।
4 গাড়ির সমস্যা বলে দেবে অ্যাপ
আপনার আইফোন বা অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য অটোমেট প্রো অ্যাপটি ডাউনলোড করুন। আপনি একটি অ্যাডাপ্টার দিয়ে গাড়ির ওডিবি -২ পোর্টে প্লাগ করে দিন। সাধারণত স্টিয়ারিং কলামের নিচে থাকে এই প্লাগ পয়েন্ট। একবার এটি প্লাগ ইন হয়ে গেলে, অ্যাপটি আপনাকে গাড়ি পার্কিং কোথায় করেছেন তা বলে দেবে। সঙ্গে ইঞ্জিনের সমস্যা হলেও তা আগাম জানাবে এই অ্যাপ। এখানেই শেষ নয়, গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে প্রিয়জনদের অ্যালার্ট পাঠাবে এই অ্যাপ।
5. আপনার রিমোটের ব্যাটারি চেক করবে স্মার্টফোন
কোনও কারণে প্রিয় টেলিভিশন অনুষ্ঠান আসার আগে রিমোট কাজ না করলে কাজে লাগবে স্মার্টফোন। রিমোটের সমস্যা কী তা জানতে আপনি আপনার স্মার্টফোন ব্যবহার করতে পারেন। আপনার ফোনের সামনের ক্যামেরার দিকে আপনার রিমোট ধরে রাখুন ও যেকোনও বোতাম টিপুন। যদি রিমোট থেকে স্ক্রিনে ইনফ্রারেড লাইট জ্বলতে দেখেন, তাহলে আপনার রিমোট কাজ করছে। যদি তা না হয়, বুঝতে হবে রিমোটের ব্যাটারিগুলি বদলানোর সময় চলে এসেছে।
আরও পড়ুন : Smartphone Tips: থমকে যাচ্ছে স্মার্টফোন ? মিনিটে সুপারফাস্ট করার রইল ৬টি উপায়