OnePlus Nord 3: ভারতে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস নর্ড ৩ ফোন, রইল সম্ভাব্য স্পেসিফিকেশন
Smartphone: সূত্রের খবর, ওয়ানপ্লাসের নর্ড সিরিজের আসন্ন এই ফোনের দাম হতে পারে ৩৫ হাজার টাকার আশপাশে।
OnePlus Nord 3: ওয়ানপ্লাস ১১ ৫জি (OnePlus 11 5G) এবং ওয়ানপ্লাস ১১আর (OnePlus 11R) - এই দুই ফোন ভারতে লঞ্চের পর এবার ওয়ানপ্লাস সংস্থা তাদের নর্ড সিরিজের নতুন মডেল লঞ্চ করতে চলেছে। শোনা যাচ্ছে, ওয়ানপ্লাস নর্ড ৩ লঞ্চ হতে চলেছে দেশে। সম্ভবত চলতি বছর জুন মাসে এই ফোন লঞ্চ হবে ভারতে। সূত্রের খবর, ওয়ানপ্লাসের নর্ড সিরিজের আসন্ন এই ফোনের দাম হতে পারে ৩৫ হাজার টাকার আশপাশে।
ওয়ানপ্লাস নর্ড ৩ ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন
- ওয়ানপ্লাস নর্ড ৩ ফোনে থাকতে পারে একটি glossy finish। এই ফোনে একটি ৬.৭২ ইঞ্চির ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন থাকতে পারে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে।
- ওয়ানপ্লাসের আসন্ন এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০ প্রসেসর থাকতে পারে। এর সঙ্গে ১৬ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে একটি ফোন লঞ্চ হতে পারে।
- ওয়ানপ্লাস নর্ড ৩ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। তার সঙ্গে ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার কথাও শোনা যাচ্ছে।
- ফোনের পিছনের অংশে থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর (ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা), ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেনসর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
- অন্যদিকে আবার শোনা যাচ্ছে, ওয়ানপ্লাস নর্ড ৩ ফোনে থাকতে পারে একটি ৬.৫ ইঞ্চির স্ক্রিন, ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর, ১০০ ওয়াটের চার্জিং সাপোর্ট, ডিমেনসিটি ৮১০০ ম্যাক্স বা ডিমেনসিটি ৮২০০ প্রসেসর।
iQoo Z7: আইকিউওও জেড৭ (iQoo Z7) ফোন খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে ভারতে। তবে ভিভো (Vivo) কোম্পানির সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে এখনও কোনও ঘোষণা করা হয়নি। এখনও এই ফোন ভারতে লঞ্চের আনুষ্ঠানিক দিনক্ষণ জানা যায়নি। সম্প্রতি আইকিউওও জেড৭ ফোনের একটি সম্ভাব্য ডিজাইন প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে এই ফোনে থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। আইকিউওও জেড৬ সিরিজের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে আইকিউওও জেড৭ ফোন। শোনা যাচ্ছে, আইকিউওও জেড৭ ফোনে থাকতে পারে আয়তাকার ক্যামেরা মডিউল। সেখানেই থাকবে দুটো সেনসর। অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারও লক্ষ্য করা যেতে পারে।
আরও পড়ুন- ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে আইকিউওও জেড৭ ফোন, কেমন হতে পারে ক্যামেরা ফিচার?