Motorola Edge Series Launch: ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা, নতুন ফোনে ধামাকা মোটোর
বিশ্ব বাজারে বড়সড় চমক দিল মোটোরোলা।একাধারে বাজারে এল Motorola Edge 20,Edge 20 Lite, Edge 20 Pro। গত বছর এপ্রিলে প্রথম মোটোরোলা এজ এনেছিল কোম্পানি।
নয়াদিল্লি: এজ সিরিজের সাফল্য ধরে রাখতে নতুন ফোন বাজারে আনল মোটোরোলা। নয়া মডেলে ১০৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ছাড়াও রয়েছে ধামাকা ফিচার। মিড রেঞ্জের প্রতিযোগিতার কথা মাথায় রেখেই এই ফোন এনেছে মোটো।একসঙ্গে তিনটে ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে কোম্পানি।
বিশ্ব বাজারে বড়সড় চমক দিল মোটোরোলা।একাধারে বাজারে এল Motorola Edge 20,Edge 20 Lite, Edge 20 Pro। গত বছর এপ্রিলে প্রথম মোটোরোলা এজ এনেছিল কোম্পানি। এবার একই মডেলে আরও উন্নত প্রযুক্তি নিয়ে এল মোটো।তবে এবার আর কার্ভ ডিসপ্লে আনেনি কোম্পানি।পরিবর্তে দেওয়া হয়েছে রাউন্ড এজ।
Motorola Edge 20, Motorola Edge 20 Lite, Motorola Edge 20 Pro-এর দাম
বিশ্ববাজারে Motorola Edge 20-র দাম রাখা হয়েছে EUR ৪৯৯,৯৯। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় ৪৪,১০০ টাকা। ফ্রস্টেড পার্ল ও ফ্রস্টেড ওনিক্স রঙে পাওয়া যাবে এই ফোন। ফোনের ৮জিবি১২৮ জিবি ভ্যারিয়েন্টের এই দাম রাখা হয়েছে। Motorola Edge 20Lite-এর দাম ধরা হয়েছে EUR ৩৪৯.৯৯। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩০,৯০০ টাকা। ফোনের ৮ জিবি ১২৮ জিবি ভ্যারিয়েন্ট এই দামে পাওয়া যাবে।
শেষে রয়েছে Motorola Edge 20 Pro। কোম্পানির এই হাই রেঞ্জ ফোনের দাম রাখ হয়েছে EUR ৬৯৯.৯৯। ভারতীয় মুদ্রায় যার দাম দাঁড়ায় প্রায় ৬১,৮০০ টাকা। এই ফোনের ক্ষেত্রে ১২জিবি ২৫৬ জিবি স্টোরেজ দিয়েছে কোম্পানি।আগামী মাস থেকে ইউরোপ, ল্যাটিন আমেরিকা, মধ্য প্রাচ্য ও এশিয়ায় পাওয়া যাবে এই ফোন।
Motorola Edge 20- ৬.৭ ইঞ্চির ফুল এইচডি ওএলইডি ফোনে রয়েছে ১৪৪ হার্টজের রিফ্রেস রেট। নতুন মডেলে ৭৭৮ স্ন্যাপড্রাগন প্রসেসর দিয়েছে কোম্পানি। এই ভ্যারিয়েন্টে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এ ছাড়াও রয়েছে ১৬ ও ৮ মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা। এরমধ্যে রয়েছে অপটিক্যাল জুমের সুবিধা। ৪০০০ এমএএইচের ব্যাটারির সঙ্গে ফোনে রয়েছে টার্বো চার্জার।
Motorola Edge 20Lite- ৬.৭ ইঞ্চির ফুল এইচডি ওএলইডি ফোনে রয়েছে ৯০ হার্টজের ডিসপ্লে। তবে স্ন্যাপড্রাগনের পরিবর্তে ফোনে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০ প্রসেসর।এই ফোনেও ১০৮ মেগার প্রাইমারি ক্যামেরা দিয়েছে কোম্পানি। তবে সেকেন্ডারি ক্যামেরার ক্ষেত্রে দেওয়া হয়েছে ৮ ও ২ মেগাপিক্সেলের সেন্সর। টার্বো ফাস্ট চার্জিং থাকলেও ফোনে রয়েছে ৫০০০ এমএএইচের ব্যাটারি।
Motorola Edge 20 Pro- এজ ২০-র মতো একই ডিসপ্লে সাইজ ও রিফ্রেস রেট দেওয়া হয়েছে ফোনে। তবে সব ভ্যারিয়েন্টকে ছাপিয়ে গিয়েছে এই ফোনের প্রসেসর। স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেট দেওয়া হয়েছে ফোনে। এই মডেল পাওয়া যাবে ১২ জিবি ২৫৬ জিবি ভ্যারিয়েন্টে। Motorola Edge 20-র মতোই একই ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এই ভ্যারিয়েন্টে। যার মধ্যে রয়েছে 50x জুমের সুবিধা। তাছাড়াও রয়েছে ৪৫০০ এমএএইচের ব্যাটারি। সঙ্গে থাকছে টার্বো চার্জারের সুবিধা।