Motorola Smartphone: ভারতে আসছে মোটোরোলা এজ ৪০ নিও, এই ফোনের সম্ভাব্য দাম কত?
Motorola Edge 40 Neo: মোটোরোলা এজ ৩০ নিও ফোনের সাকসেসর হিসেবে মোটোরোলা এজ ৪০ নিও ফোন লঞ্চ হতে পারে।
Motorola Smartphone: ইউরোপ, পশ্চিম এশিয়া এবং আফ্রিকার বেশ কয়েকটি দেশে লঞ্চ হয়েছে মোটোরোলা এজ ৪০ নিও (Motorola Edge Neo 40)। এবার পালা ভারতের। ২১ সেপ্টেম্বর এই ফোন লঞ্চ হবে দেশে। চলতি বছর এপ্রিল মাসেই গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল মোটোরোলার (Motorola) এই ফোন। মোটোরোলা এজ ৪০ নিও ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৩০ প্রসেসর থাকতে চলেছে। এছাড়াও থাকতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৮ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। মোটোরোলা এজ ৩০ নিও ফোনের সাকসেসর হিসেবে মোটোরোলা এজ ৪০ নিও ফোন লঞ্চ হতে পারে।
মোটোরোলা এজ ৪০ নিও ফোনের দাম কত হতে পারে
জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা এক্স মাধ্যমে জানিয়েছেন, মোটোরোলার এই স্মার্টফোন Black Beauty, Caneel Bay, Soothing Sea- এই তিনটি রঙে লঞ্চ হতে পারে। ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। এই ফোনের দাম ২৫ হাজার টাকার আশপাশে থাকতে পারে।
মোটোরোলা এজ ৪০ নিও ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
- ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস pOLED ডিসপ্লে থাকতে পারে এই ফোনে, রিফ্রেশ রেট হতে পারে ১৪৪ হার্টজ। এর উপরে থাকতে পারে কর্নিং গোরিলা গ্লাস ৩ প্রোটেকশন।
- এই ফোনে ডুয়াল ন্যানো সিম থাকতে পারে। এছাড়াও থাকতে পারে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৩০ প্রসেসর। অ্যান্ড্রয়েড ১৩-র সাপোর্ট থাকতে পারে এই ফোনে।
- মোটোরোলার আসন্ন ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার থাকতে পারে। এছাড়াও থাকতে পারে ১৩ মেগাপিক্সেলের একটি সেনসর যেখানে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- মোটোরোলা এজ ৪০ নিও ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৮ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এছাড়াও থাকতে পারে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এই ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস।
- ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০, টাইপ-সি ইউএসবি পোর্টের সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে।
Vivo Smartphones: ভিভো ভি২৯ ৫জি (Vivo V29 5G) এবং ভিভো ভি২৯ প্রো ৫জি (Vivo V29 Pro 5G) - এই দুই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে দ্রুত। নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি অবশ্য। তবে আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের ডিসপ্লে সংক্রান্ত বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। যদিও ভিভো সংস্থা এইসব তথ্য প্রকাশ করেনি। তাই এগুলিকে সম্ভাব্য স্পেসিফিকেশন অনুমান করা হচ্ছে। শোনা গিয়েছে, ভিভোর আসন্ন 'ভি' সিরিজের ৫জি ফোনে থ্রিডি কার্ভড AMOLED ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও ১.৫কে রেজোলিউশন ফিচার থাকার সম্ভাবনা রয়েছে। আর এই দুই ফোনের ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। ভিভো ভি২৯ এবং ভিভো ভি২৯ প্রো- এই দুই ৫জি ফোনে ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এই দুই ফোনের ডিসপ্লেতে HDR10+ সার্টিফিকেশ থাকার কথাও শোনা গিয়েছে। হাল্কা ওজনের এবং স্লিম ডিজাইনে তৈরি হচ্ছে ভিভো ভি২৯ ৫জি এবং ভিভো ভি২৯ প্রো ৫জি- এই দুই ফোন। ভ্যানিলা মডেলে থাকতে পারে ISOCELL GN5 সেনসর। অন্যদিকে প্রো মডেলে থাকতে পারে Sony IMX766 সেনসর।
আরও পড়ুন- ভারতে লঞ্চ হতে চলেছে লাভা ব্লেজ প্রো ৫জি ফোন, কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে?