Motorola Phones: মোটোরোলার সবচেয়ে 'স্লিম' ফোন এবার হাজির ভারতের বাজারে, সরু হলেও দারুণ শক্তপোক্ত এই ডিভাইস
Motorola Edge 50: একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর রয়েছে মোটোরোলার এই ফোনে। এটি একটি Accelerated Edition চিপসেট যার সঙ্গে ৮ জিবি র্যাম যুক্ত রয়েছে।
Motorola Phones: মোটোরোলা সংস্থার 'এজ' সিরিজের (Motorola Edge Series Phones) নতুন ফোন লঞ্চ হয়েছে ভারতে। মোটোরোলা এজ ৫০ (Motorola Edge 50) লঞ্চ হয়েছে দেশে। বলা হচ্ছে, এটি মোটোরোলার সবচেয়ে স্লিম (Motorola Slimmest Phone) অর্থাৎ সরু ফোন। এটি একটি কার্ভড স্মার্টফোন (Curved Smartphone)। MIL-810H রেটিং রয়েছে মোটোরোলার এই ফোনে। অর্থাৎ অত্যন্ত শক্তপোক্ত এই ফোন। সহজে ক্ষতিগ্রস্ত হবে না এই ফোন। মোটোরোলা এজ ৫০ ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। এটি একটি Sony-Lytia 700C ক্যামেরা সেনসর। এর সঙ্গে রয়েছে ১০ মেগাপিক্সেলের টেলিফটো শুটার। একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর রয়েছে মোটোরোলার এই ফোনে। এটি একটি Accelerated Edition চিপসেট যার সঙ্গে ৮ জিবি র্যাম যুক্ত রয়েছে।
ভারতে মোটোরোলা এজ ৫০ ফোনের দাম
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা। আগামী ৮ অগস্ট থেকে শুরু হবে এই ফোনের বিক্রি। কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। ক্রেতাদের কাছে অ্যাক্সিস ব্যাঙ্ক অথবা আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড ইএমআই অপশন থাকছে ইনস্ট্যান্ট ২০০০ টাকা ছাড় পাবেন তাঁরা। তার ফলে মোটোরোলা এজ ৫০ ফোনের বেস মডেলের দাম কমে হবে ২৫,৯৯৯ টাকা। Jungle Green, Pantone Peach Fuzz, Koala Grey- এই তিন রঙে মোটোরোলা এজ ৫০ ফোন ভারতে লঞ্চ হয়েছে। প্রথম দুটো রঙের মডেলে রেয়ার প্যানেলে ভেগান লেদার ফিনিশ পাওয়া যাবে। আর তৃতীয় রঙের মডেলে থাকছে একটি vegan suede ফিনিশ।
মোটোরোলা এজ ৫০ ফোনে কী কী ফিচার রয়েছে
- মোটোরোলা এজ ৫০ ফোনে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এটি একটি 1.5K রেজোলিউশন যুক্ত Super HD pOLED Curved ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
- এই ফোনে রয়েছে Smart Water Touch টেকনোলজির সাপোর্ট। তার ফলে ভেজা হাতেও ব্যবহার করা যাবে মোটোরোলার এই ফোন।
- মোটোরোলার এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ১০ মেগাপিক্সেলের টেলিফটো শুটার যা থ্রি এক্স অপটিকাল জুম যুক্ত এবং ১৩ মেগাপিক্সেলের সেনসর যা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত সেটি রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।
- এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৮ ওয়াটের টার্বো চার্জিং ও ১৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে।
আরও পড়ুন- ১৫ হাজার টাকার কমেই কিনতে পারবেন পোকো- র নতুন ৫জি ফোন, রয়েছে নজরকাড়া ফিচারও
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।