Moto G85: উৎসবের মরশুমে ভারতে দাম কমল মোটোরোলার ফোনের, কতটা কমে কেনা যাবে কোন মডেল?
Motorola Phone: মোটো জি৮৫ ফোনের বেস মডেলের বেস ভ্যারিয়েন্টের দাম লঞ্চের সময় ছিল ১৭,৯৯৯ টাকা। এখন কত কম দামে কোথা থেকে কেনা যাবে?
Moto G85: ভারতে দাম কমেছে মোটো জি৮৫ ফোনের (Moto G85)। মোটোরোলা 'জি' সিরিজের ফোন (Motorola G Series Phone) বরাবরই বেশ জনপ্রিয় দেশে। এখন উৎসবের মরশুমে এবার দাম কমল (Price Drop) মোটো জি৮৫ ফোনের। ভারতে লঞ্চের সময় এই ফোনের দাম শুরু হয়েছিল ১৭৯৯৯ টাকা থেকে। বর্তমানে সেই দাম ২০০০ টাকা কমেছে। ফ্লিপকার্টের বিগ শপিং উৎসব সেলে মোটো জি৮৫ ফোন কম দামে পাওয়া যাবে। মোটোরোলা 'জি' সিরিজের এই ফোনে রয়েছে কার্ভড ডিসপ্লে। স্লিক ডিজাইন এবং হাল্কা ওজনের এই ফোন একবার দেখলেই পছন্দ হবে আপনার। এটিই মোটোরোলা জি সিরিজের প্রথম মডেল যেখানে Sony Lytia 600 ক্যামেরা সেনসর রয়েছে।
মোটো জি৮৫ ফোনের বেস মডেলের বেস ভ্যারিয়েন্টের দাম লঞ্চের সময় ছিল ১৭,৯৯৯ টাকা। সেটাই এখন ফ্লিপকার্টে তালিকাভুক্ত হয়েছে ১৬,৯৯৯ টাকা। এরপরে রয়েছে আরও ১০০০ টাকা ছাড়। অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ফোন কিনলে আরও অতিরিক্ত ১০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। এছাড়াও ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে মোটো জি৮৫ ফোন কিনলে অতিরিক্ত ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। তার ফলে আরও কমবে মোটো জি৮৫ ফোনের দাম।
মোটো জি৮৫ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে
- ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে মোটো জি৮৫ ৫জি ফোনে। অ্যান্ড্রয়েড ১৪ বেসড Hello UI - এর সাহায্যে পরিচালিত হবে ফোনে।
- মোটো জি৮৫ ৫জি ফোনের ডিসপ্লেতে পাওয়া যাবে ফুল এইচডি প্লাস রেজোলিউশন। এটি একটি কার্ভড pOLED স্ক্রিন।
- এই ফোনের র্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে ২৪ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- মোটো জি৮৫ ৫জি ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এছাড়াও রয়েছে একটি এলইডি ফ্ল্যাশ। ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।
আরও পড়ুন- ক্যামেরার পাশে উজ্জ্বল আলো, ভারতে আসছে আইকিউওও ১৩, কী কী ফিচার থাকতে পারে এই ফোনে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।