Motorola Phones: নজরকাড়া ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি, দ্রুত কাজ করবে এমন প্রসেসর নিয়ে ভারতে হাজির মোটোরোলার নতুন ফোন
Motorola Edge 70: ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে রয়েছে চৌকো আকৃতিক ক্যামেরা মডিউল।

Motorola Phones: ভারতে লঞ্চ হয়েছে মোটোরোলা এজ ৭০ ফোন। মোটোরোলা 'এজ' সিরিজের ফোন আগেও লঞ্চ হয়েছে দেশে। এবার এই ফোন লঞ্চ হয়েছে তিনটি রঙে। অনলাইন এবং অফলাইন, ২ ভাবেই কেনা যাবে। মোটোরোলা এজ ৭০ ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট। এছাড়াও এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচের সিলিকন কার্বন ব্যাটারি সাপোর্ট। এর সঙ্গে ইউজাররা পাবেন ৬৮ ওয়াটের ওয়্যারড এবং ১৫ ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট। ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে রয়েছে চৌকো আকৃতিক ক্যামেরা মডিউল।
ভারতে মোটোরোলা এজ ৭০ ফোনের দাম কত
একটি ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে এই ফোনের। সেখানে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ। এই মডেলের দাম ২৯,৯৯৯ টাকা। নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের কার্ডে ফোন কিনলে ক্রেতারা পাবেন ১০০০ টাকা ছাড়। ২৩ ডিসেম্বর থেকে মোটোরোলা এজ ৭০ ফোনের বিক্রি শুরু হবে ভারতে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং মোটোরোলা ইন্ডিয়া অনলাইন স্টোর থেকে ফোন কেনা যাবে অনলাইনে। এছাড়াও অফলাইনে পাওয়া যাবে বিভিন্ন রিটেল চ্যানেলে।
মোটোরোলা এজ ৭০ ফোনের বিভিন্ন ফিচার দেখে নিন একনজরে
- এই ফোনে অ্যান্ড্রয়েড ১৬- র সাপোর্ট পাবেন ইউজাররা। রয়েছে ৬.৭ ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিসট্যান্স ডিভাইস, অর্থাৎ ধুলো এবং জলে সহজে ফোন নষ্ট হবে না। ফোনটি যথেষ্ট শক্তপোক্ত, কারণ এই ফোনে রয়েছে MIL-STD-810H মিলিটারি গ্রেড ডিউরেবিলিটি সার্টিফিকেশন। এই ফোনের ডিসপ্লের উপর রয়েছে Gorilla Glass 7i প্রোটেকশন লেয়ার। এছাড়াও এই ফোনের স্ক্রিনে ইউজাররা পাবেন Dolby Vision এবং HDR10+ content সাপোর্ট। তিন বছরের অ্যান্ড্রয়েড আপগ্রেড এবং চার বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে মোটোরোলা এজ ৭০ ফোনে।
- কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট রয়েছে এই ফোনে। এর সঙ্গে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। একাধিক AI ফিচারের সাপোর্ট রয়েছে এই ফোনে।
- ইউজাররা এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ৫০ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা এবং একটি থ্রি ইন ওয়ান লাইট সেনসর পাবেন। ফোনের ডিসপ্লের উপর ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসরও রয়েছে। একাধিক AI যুক্ত ক্যামেরা ফিচারও রয়েছে এই ফোনে।






















