Netflix: ফের খরচ বাড়তে চলেছে নেটফ্লিক্স সাবস্ক্রিপশনের! এবার কোন ধরনের প্ল্যানে কোপ পড়বে?
Netflix Streaming Platform: ভারতে অ্যাড-সাপোর্টেড প্ল্যানের পরিবর্তে নেটফ্লিক্স চালু করেছে একটি মোবাইল অনলি প্ল্যান। যাঁরা স্মার্টফোনে নেটফ্লিক্সের কনটেন্ট দেখেন তাঁদের জন্য এটা আদর্শ।
Netflix: ফের নতুন নিয়ম চালু করতে চলেছে নেটফ্লিক্স (Netflix)। ইতিমধ্যেই পাসওয়ার্ড শেয়ারিং (Password Sharing) অপশন বন্ধ করেছে নেটফ্লিক্স সংস্থা। এর পাশাপাশি চালু হয়েছে অ্যাড সাপোর্টেড (Ad-supported plan) প্ল্যান। এখানে ইউজাররা বিজ্ঞাপন দেখতে পাবেন। সম্প্রতি শোনা গিয়েছে, নেটফ্লিক্স কর্তৃপক্ষ তাদের অ্যাড-ফ্রি সাবস্ক্রিপশন (Ad-free Subscription) প্ল্যানের খরচ বাড়াতে চলেছে। প্রাথমিক ভাবে গ্লোবাল মার্কেটে এই খরচ বৃদ্ধির পরিকল্পনা রয়েছে নেটফ্লিক্সের। সেই তালিকায় প্রথমেই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার নাম। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্টে এমনটাই প্রকশ্যে এসেছে। স্ট্রিমিং প্ল্যাটফর্মের মধ্যে নেটফ্লিক্স বরাবরই ইউজারদের পছন্দ। ভাল কনটেন্টের জন্যই বারংবার বাজিমাত করে এই ওটিটি মাধ্যম। কিন্তু ক্রমাগত নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন প্ল্যানের খরচ বাড়তে থাকার ফলে আগের তুলনায় কিছুটা বিমুখ হয়েছেন ইউজাররাও। তবে একনিষ্ঠ দর্শকও আছেন একটা বড় অংশে। নেটফ্লিক্সের অ্যাড-ফ্রি অর্থাৎ বিজ্ঞাপন মুক্ত সাবস্ক্রিপশনের প্ল্যানের খরচ কতটা বাড়বে কিংবা কবে থেকে বৃদ্ধি পাবে তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। ভারতের বাজার সম্পর্কে নেটফ্লিক্স কর্তৃপক্ষের কী মত তাও প্রকাশ্যে আসেনি।
প্রসঙ্গত উল্লেখ্য, ভারতে অ্যাড-সাপোর্টেড প্ল্যানের পরিবর্তে নেটফ্লিক্স চালু করেছে একটি মোবাইল অনলি প্ল্যান। যাঁরা স্মার্টফোনে নেটফ্লিক্সের কনটেন্ট দেখতে চান, তাঁদের জন্য এই সাবস্ক্রিপশন প্ল্যান একদম আদর্শ। নেটফ্লিক্সের এই মোবাইল অনলি প্ল্যানের জন্য ইউজারের মাসে খরচ হতে পারে ১৪৯ টাকা। এই মোবাইল অনলি প্ল্যানে ইউজাররা আনলিমিটেড অ্যাড-ফ্রি অ্যাকসেস পাবেন সিনেমা, টিভি শো এবং এক্সক্লুসিভ মোবাইল গেমের ক্ষেত্রেও। আপনার অ্যান্ড্রয়েড ফোন, ট্যাব, আইফোন অথবা আইপ্যাডে নেটফ্লিক্সের মোবাইল অনলি প্ল্যান কার্যকর হবে।
পাসওয়ার্ড শেয়ারিংয়ে অনুমতি নেই নেটফ্লিক্সের
এবছর ২০ জুলাই থেকে ভারতে বন্ধ হয়েছে নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ারিং পরিষেবা। চলতি বছর শুরুর দিকে আমেরিকাতেও এই ফিচার বন্ধ করেছিল নেটফ্লিক্স। এরপর গত মে মাসে ১০০-র বেশি দেশে পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করেছিল নেটফ্লিক্স কর্তৃপক্ষ। বিশ্বের বেশ কিছু দেশে এর আগেই এই পরিষেবা বন্ধ করেছিল নেটফ্লিক্স কর্তৃপক্ষ। এবার ভারতেও বন্ধ হয়েছে নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ারিং। একই পাসওয়ার্ড দিয়ে একটি নেটফ্লিক্স অ্যাকাউন্ট অনেকে ব্যবহার করতে পারবেন একটি হাউসহোল্ড অর্থাৎ একটি বাড়িতে। ওই নির্দিষ্ট বাড়ির বাইরে যাঁরা এতদিন একটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে নেটফ্লিক্স ব্যবহার করছিলেন, তাঁরা এখন আর সেটা করতে পারেন না। অন্যদিকে টাকা দিয়ে নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ার করার পরিষেবা এবছর মে মাসে বিশ্বের অনেক দেশেই চালু হয়েছে। ভারতে এই ফিচার নেটফ্লিক্স চালু করবে কিনা তা স্পষ্টভাবে জানা যায়নি।
আরও পড়ুন- ভারতে হাজির ভিভো ভি২৯ সিরিজ, লঞ্চ হয়েছে দু'টি ফোন, দাম কত? কী কী ফিচার রয়েছে?