Whatsapp Message Pin Duration: হোয়াটসঅ্যাপে কতক্ষণ মেসেজ 'পিন' করে রাখতে চান? সেট করা যাবে টাইমার
New Whatsapp Feature: শোনা যাচ্ছে, প্রাথমিক ভাবে হোয়াটসঅ্যাপে মেসেজ পিন করার সময়সীমা বা ডিউরেশন হিসেবে ইউজারদের তিনটি অপশন দেওয়া হবে। সেগুলি হল- ২৪ ঘণ্টা, ৭ দিন এবং ৩০ দিন।

Whatsapp Message Pin Duration: ইউজারদের সুবিধায় হোয়াটসঅ্যাপ (Whatsapp Features) সংস্থা একাধিক ফিচার নিয়ে কাজ করছে। প্রায় প্রতি মাসেই হোয়াটসঅ্যাপের তরফে কোনও নতুন ফিচার লঞ্চ করা হয়। সম্প্রতি জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এমন একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে যার সাহায্যে মেসেজ পিন (Pin Message) করে রাখার ক্ষেত্রে টাইমার সেট করা যাবে। অর্থাৎ ইউজার একটি মেসেজ বা চ্যাট কতক্ষণ পিন করে রাখতে চাইছেন তা আগে থেকেই টাইমার সেট করে তৈরি রাখতে পারবেন। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WaBetaInfo জানিয়েছে, ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ সংস্থা message pin duration ফিচার নিয়ে কাজ শুরু করে দিয়েছে। ব্যক্তিগত মেসেজ এবং গ্রুপ চ্যাট, দু'ক্ষেত্রেই এই ফিচার কার্যকর হবে। অ্যাপের পরবর্তী আপডেটে এই ফিচার লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে এই ফিচার দেখা গিয়েছে অ্যান্ড্রয়েড হোয়াটসঅ্যাপ বিটা 2.23.13.11 ভার্সানে, যা গুগল প্লে স্টোরে উপলব্ধ, এমনটাই জানিয়েছে হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WaBetaInfo।
শোনা যাচ্ছে, প্রাথমিক ভাবে হোয়াটসঅ্যাপে মেসেজ পিন করার সময়সীমা বা ডিউরেশন হিসেবে ইউজারদের তিনটি অপশন দেওয়া হবে। সেগুলি হল- ২৪ ঘণ্টা, ৭ দিন এবং ৩০ দিন। ইউজাররা পছন্দসই অপশন বেছে নেওয়ার সুযোগ পাবেন। এর পাশাপাশি ম্যানুয়ালি হোয়াটসঅ্যাপে মেসেজ পিন এবং আনপিন করার অপশন থাকবে। এমনকি ডিউরেশন বেছে নেওয়ার পরেও ম্যানুয়ালি মেসেজ আনপিন করা যাবে। তবে সেটা ডিউরেশন শেষ হওয়ার আগে করতে হবে।
হোয়াটসঅ্যাপে মেসেজ এডিট
বর্তমানে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাওর পরেও এডিটের অপশন পাওয়া যাচ্ছে। মেসেজ পাঠানোর পরে ১৫ মিনিট পর্যন্ত এই এডিটের অপশন পাবেন ইউজাররা। এর ফলে বানানে ভুলভ্রান্তি হলে বা অন্য কোনও সমস্যা হলে মেসেজ এডিট করে নেওয়ার সুযোগ থাকছে ইউজারদের হাতে।
অজানা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ফোন এলে সায়লেন্ট হবে ডিভাইস
হোয়াটসঅ্যাপে ইউজারদের কাছে অনেকসময়েই অজানা, অচেনা নম্বর থেকে অডিও বা ভিডিও কল আসে। এমন একটি নতুন ফিচার চালু হয়েছে যার মাধ্যমে একটি বিশেষ সুবিধা পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপে অজানা, অচেনা নম্বর থেকে ফোনকল এলে ফোন সাইলেন্ট হয়ে যাবে।
চ্যাট লক ফিচার
আগে শুধু হোয়াটসঅ্যাপ অ্যাপটি লক করে রাখা যেত। তবে এখন আপনি নির্দিষ্ট চ্যাটও লক করে রাখতে পারবেন। ব্যক্তিগত চ্যাট হোক বা গ্রুপ চ্যাট-দু'ক্ষেত্রেই এই ফিচার কাজ করবে। নতুন এই চ্যাট লক ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ ইউজারদের প্রাইভেসি আরও ভালভাবে বজায় থাকবে। সুরক্ষিত থাকবে চ্যাট। অর্থাৎ ইউজারদের নিরাপত্তা, গোপনীয়তা সবই বাড়বে।
আরও পড়ুন- অসময়ে বেশি খাবার খেয়ে ফেলার প্রবণতা রয়েছে? এই সমস্যা দূর করতে কী কী করবেন





















