Noise ColorFit Ultra 2 Buzz: ভারতে লঞ্চ হতে চলেছে নয়েজের নতুন স্মার্টওয়াচ, দেখে নিন দাম ও সম্ভাব্য ফিচার
Noise Smartwatch: আগামী ১৭ অগস্ট ভারতে লঞ্চ হতে চলেছে নয়েজ সংস্থার নতুন স্মার্টওয়াচ।
Noise Smartwatch: ভারতে লঞ্চ হতে চলেছে নয়েজ কালারফিট আলট্রা ২ বাজ (Noise ColorFit Ultra 2 Buzz) ইয়ারফোন। আগামী ১৭ অগস্ট এই স্মার্টওয়াচ (Smartwatch) লঞ্চ হতে চলেছে ভারতে। এই স্মার্টওয়াচে (Noise Smartwatch) থাকতে চলেছে একটি ১.৭৮ ইঞ্চির AMOLED স্ক্রিন। অলওয়েজ অন ডিসপ্লে ফিচার থাকতে পারে এই স্মার্টওয়াচে। তার সঙ্গে ব্লুটুথ কলিং সাপোর্টও থাকতে পারে। একগুচ্ছ হেলথ এবং ফিটনেস ফিচার থাকতে পারে নয়েজের এই স্মার্টওয়াচে। হার্ট রেট সেনসর, SpO2 সেনসর এবং অন্যান্য আরও কিছু হেলথ ট্র্যাকার থাকতে পারে নয়েজের আসন্ন স্মার্টওয়াচে। জানা গিয়েছে, এই স্মার্টওয়াচে ১০০- র বেশি ওয়াচ ফেস এবং ১০০- র বেশি স্পোর্টস মোড থাকতে পারে। একবার চার্জ দিলে ৭ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ থাকতে পারে এই স্মার্টওয়াচে।
ভারতে নয়েজ কালারফিট আলট্রা ২ বাজ- এর দাম
এই স্মার্টওয়াচের দাম ৬৯৯৯ টাকা। তবে অফিশিয়াল ওয়েবসাইটে এই স্মার্টওয়াচের দাম লেখা হয়েছে ৩৯৯৯ টাকা। Champagne Grey, Jet Black, Olive Green, Vintage Brown- এই চারটি রঙে নয়েজের স্মার্টওয়াচ লঞ্চের সম্ভাবনা রয়েছে। ১৭ অগস্ট থেকে এই স্মার্টওয়ায়চের বিক্রি শুরু হবে বলে জানা গিয়েছে।
নয়েজ সংস্থার আসন্ন এই ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই স্মার্টওয়াচে ১.৭৮ ইঞ্চির অ্যামোলেড স্ক্রিন থাকতে পারে। এর সঙ্গে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার থাকারও সম্ভাবনা রয়েছে।
- এই ওয়ারেবলের থাকতে পারে মেটালিক ফিনিশ এবং ১০০-র বেশি ওয়াচ ফেসের সুবিধা।
- একাধিক হেলথ এবং ফিটনেস ট্র্যাকিং ফিচার থাকতে পারে নয়েজের এই ফোনে। ১০০-র বেশি স্পোর্টস মোডও থাকতে পারে এই স্মার্টওয়াচে।
- স্পোর্টস মোডের ক্ষেত্রে এই স্মার্টওয়াচে রানিং এবং সাইক্লিংয়ের ফিচার রয়েছে। এছাড়াও হার্ট রেট সেনসর এবং SpO2 সেনসরের মতো ফিটনেস ট্র্যাকিং ফিচার থাকতে পারে নয়েজের এই স্মার্টওয়াচে। ব্লুটুথ কলিং ফিচার থাকতে পারে নয়েজের এই স্মার্টওয়াচে।
- ফাস্টার কানেক্টিভিটি, লো পাওয়ার কনজাম্পশন, কুইক পেয়ারিং- এই তিনটি ফিচার ছাড়াও ব্লুটুথ ভি ৫.৩ কানেক্টিভিটি থাকতে পারে নয়েজের এই স্মার্টওয়াচে।
- একবার চার্জ দিলে নয়েজের ColorFit Ultra 2 Buzz স্মার্টওয়াচে সাতদিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে বলে দাবি করেছে সংস্থা। তবে এটি স্ট্যান্ডবাই অপশন। ব্লুটুথ কলিং ফিচার চালু থাকলে একবার চার্জ দিলে একদিন পর্যন্ত এই ব্যাটারি লাইফ বজায় থাকবে।