(Source: ECI/ABP News/ABP Majha)
Noise Smart Glass: নয়েজের প্ৰথম স্মার্টগ্লাস হাজির ভারতে, কেন আলাদা সবার থেকে?
Noise Smart Glass i1: নয়েজের প্ৰথম স্মার্টগ্লাস হাজির ভারতে, কেন আলাদা সবার থেকে? কী কী বিশেষ ফিচার থাকছে এই স্মার্টগ্লাসে?
কলকাতা: স্মার্টওয়াচ (Smartwatch) এবং ইয়ারবাডসের (Earbuds) পর এবার ভারতে নতুন স্মার্টগ্লাস (Smart Glass) লঞ্চ করল নয়েজ (Noise) সংস্থা। এই স্মার্টগ্লাসের নাম 'i1'। প্রথমবারের জন্য ভারতের বাজারে স্মার্টগ্লাস লঞ্চ করেছে নয়েজ সংস্থা। তাদের দাবি এর আগে ইউজাররা যে সমস্ত স্মার্টগ্লাস দেখেছেন তার থেকে নয়েজের স্মার্টগ্লাস 'i1' বেশ আলাদা। কারণ অডিও ফিচারের মাধ্যমে ইউজারদের স্মার্ট পরিষেবা দেওয়ার দিকে নজর দিয়েছে নয়েজ সংস্থা। এই স্মার্টগ্লাসে ক্যামেরার পরিবর্তে রয়েছে বেশ কিছু স্পিকার।
নয়েজ স্মার্টগ্লাসের দাম এবং কোথা থেকে কিনবেন
নয়েজ 'i1' স্মার্টগ্লাসের দাম ৫৯৯৯ টাকা। ভারতে সীমিত সংখ্যক স্মার্টগ্লাস তৈরি করেছে নয়েজ কোম্পানি। সংস্থার অফিশিয়াস ওয়েবসাইট থেকে এই স্মার্টগ্লাস কেনা যাবে।
নয়েজের প্রথম স্মার্টগ্লাসের বিভিন্ন ফিচার
- ১. আপনার চারপাশে সমস্ত ধরনের জোরে আওয়াজ কার্যত ব্লক বা নিষিদ্ধ করে দেওয়ার ক্ষমতা রাখছে নয়েজের এই স্মার্টগ্লাস (Smart glass)। এর জন্য এই স্মার্টগ্লাসে থাকছে বিশেষ অডিও ডিজাইন।
- ২. দুরন্ত চার্জিং ফিচারও থাকছে এই স্মার্টগ্লাসে। একবার চার্জ (Charge) দিলে ৯ ঘণ্টা পর্যন্ত এই স্মার্টগ্লাসে চার্জ বজায় থাকবে।
- ৩. ব্লুটুথ ৫.১ কানেক্টিভিটি রয়েছে স্মার্টগ্লাসে। এর ফলে আপনার স্মার্টফোনের সঙ্গে সহজেই এই স্মার্টগ্লাস সংযুক্ত হবে। আর স্মার্টফোনের থেকে প্রায় ১০ মিটার পর্যন্ত দূরে থাকলেও এই স্মার্টগ্লাস ভালভাবে কাজ করতে পারবে।
- ৪. নয়েজ সংস্থার দাবি ১৫ মিনিট চার্জ দিলে ১২০ মিনিট বা ২ ঘন্টার প্লেব্যাক টাইম দেবে এই স্মার্টগ্লাস।
- ৫. একগুচ্ছ টাচ কন্ট্রোল ফিচার থাকছে নয়েজের স্মার্টগ্লাসে। এর সাহায্যে ইউজার ফোন ধরা এবং ছাড়া, মিউজিক নিয়ন্ত্রণ, ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার চালু করা--- সবই করতে পারবেন।
- ৫. এই স্মার্টগ্লাস একটি ওয়াটার রেজিস্ট্যান্ট ডিভাইস। সিরি এবং গুগল অ্যাসিসট্যানন্ট সাপোর্ট রয়েছে এই ডিভাইসে।
- ৬. শুধু স্মার্টগ্লাস নয় সানগ্লাস হিসেবেও এই ডিভাইস অত্যন্ত কার্যকর। সূর্যরশ্মি থেকে আপনার চোখকে রক্ষা করবে এই স্মার্টগ্লাস। এর পাশাপাশি ল্যাপটপ, ফোন বা ডেস্কটপে কাজ করার সময়েও আপনার চোখে আরাম দেবে এই স্মার্টগ্লাস।
আরও পড়ুন: ভারতে হাজির ওপ্পোর নতুন ৪জি ফোন, দেখে নিন দাম ও ফিচার