Noise Smartwatch: ভারতে হাজির নতুন স্মার্টওয়াচ NoiseFit Crew, রয়েছে ব্লুটুথ কলিং ফিচার, দাম কত?
NoiseFit Crew: নয়েজের এই নতুন স্মার্টওয়াচ একটি ডাস্ট এবং ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস।
Smartwatch: ভারতে লঞ্চ হয়েছে নয়েজ কোম্পানির নতুন স্মার্টওয়াচ NoiseFit Crew। জানা গিয়েছে, এই স্মার্টওয়াচের দাম ১৪৯৯ টাকা। নয়েজ কোম্পানির এই নতুন স্মার্টওয়াচে রয়েছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি। এছাড়াও রয়েছে ব্লুটুথ কলিং ফিচার।একটি ১.৩৮ ইঞ্চির স্ক্রিন রয়েছে স্ক্রিন রয়েছে এই স্মার্টওয়াচে। একাধিক হেলথ ফিচারের সঙ্গে রয়েছে বিভিন্ন ফিটনেস ট্র্যাকার এবং কাস্টোমাইজ করা যাবে এমন ফিচার। নয়েজ সংস্থার অফিশিয়াল অনলাইন স্টোরের পাশাপাশি ফ্লিপকার্ট থেকেও এই স্মার্টওয়াচ কেনা যাবে। কালো, নীল, ধূসর, সবুজ এবং গোলাপি রঙে এই স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে। তবে ফ্লিপকার্টে NoiseFit Crew স্মার্টওয়াচ পাওয়া যাচ্ছে কালো এবং গোলাপি রঙে।
NoiseFit Crew স্মার্টওয়াচের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই স্মার্টওয়াচে রয়েছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি। এর সঙ্গে রয়েছে ব্লুটুথ কলিং ফিচারের সাপোর্ট। একটি ১.৩৮ ইঞ্চির গোলাকার ডায়াল রয়েছে এই স্মার্টওয়াচে।
- নয়েজের এই নতুন স্মার্টওয়াচ একটি ডাস্ট এবং ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। নয়েজ ফিট অ্যাপের সঙ্গে যুক্ত রয়েছে এই স্মার্টওয়াচে। আইওএস এবং অ্যান্ড্রয়েড স্মার্টফোনে অনায়াসে এই অ্যাপ যুক্ত করা যাবে।
- এই স্মার্টওয়াচে রয়েছে স্টেপ ট্র্যাকিং ফিচার। এছাড়াও হার্ট রেট এবং SpO2 মনিটরিং ফিচারও রয়েছে এই স্মার্টওয়াচে। এর সঙ্গে রয়েছে স্লিপ ট্র্যাকিং ফিচার। ১০০-র বেশি স্পোর্টস মোড রয়েছে এই স্মার্টওয়াচে। আর রয়েছে ১০০-র বেশি ওয়াচ ফেসের সুবিধা। একবার চার্জ দিলে সাতদিন পর্যন্ত এই স্মার্টওয়াচে চার্জ থাকবে বলে জানিয়েছে সংস্থা।
Earbuds: ভারতে লঞ্চ হয়েছে নতুন ইয়ারবাডস (Earbuds)। এই ইয়ারবাডসের দাম এক হাজার টাকারও কম। সম্প্রতি দেশে লঞ্চ হয়েছে ভারতের নিজস্ব কোম্পানি Ptron- এর নতুন ইয়ারবাডস Bassbuds Zen। এই ইয়ারবাডস একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও ডিভাইস। জানা গিয়েছে, Ptron Bassbuds Zen- এর দাম ৯৯৯ টাকা। এই ইয়ারবাডসে মোট প্রায় ৫০ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক ফিচার পাওয়া যাবে।
Poco C55: ভারতে ১০ হাজার টাকার কমে লঞ্চ হয়েছে পোকো সংস্থার নতুন ফোন পোকো সি৫৫ (Poco C55)। পোকো সংস্থার 'সি' সিরিজের এই ফোনে রয়েছে একাধিক নজরকাড়া ফিচার। দুটো ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে এই ফোন। এর পাশাপাশি পোকো সি৫৫ ফোন ভারতে লঞ্চ হয়েছে ফরেস্ট ফ্রিন, কুল ব্লু এবং পাওয়ার ব্ল্যাক- এই তিনটি রঙে। ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। ভারতে পোকো সি৫৫ ফোনের বিক্রি শুরু হবে ২৮ ফেব্রুয়ারি থেকে। এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৪৯৯ টাকা। এছাড়াও পোকো সি৫৫ ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা।
আরও পড়ুন- গুগল মিটে নতুন ফিচার '৩৬০ ডিগ্রি ব্যাকগ্রাউন্ড', কী সুবিধা পাবেন ইউজাররা?