Nokia Smartphone: একবার চার্জ দিলে দৌড়বে তিনদিন, লঞ্চ হল নোকিয়া সি৩২ ও নোকিয়া সি২২ ফোন
Nokia: নোকিয়া সি৩২ এবং নোকিয়া সি২২ ফোন ভারত-সহ বিশ্বের অন্যান্য দেশে কবে লঞ্চ হবে সেই প্রসঙ্গে কিছুই ঘোষণা করেনি HMD Global।
![Nokia Smartphone: একবার চার্জ দিলে দৌড়বে তিনদিন, লঞ্চ হল নোকিয়া সি৩২ ও নোকিয়া সি২২ ফোন Nokia C32 and Nokia C22 With 3 Day Battery Life Launched Know the other Specifications Nokia Smartphone: একবার চার্জ দিলে দৌড়বে তিনদিন, লঞ্চ হল নোকিয়া সি৩২ ও নোকিয়া সি২২ ফোন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/27/a409dbeadb574f3476f90fe15b9a11081677495768657485_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Nokia Smartphone: নোকিয়া 'সি' সিরিজের দুটো ফোন লঞ্চ হয়েছে সম্প্রতি। একটি হল নোকিয়া সি৩২ (Nokia C32) এবং অন্যটি হল নোকিয়া সি২২ (Nokia C22)। নোকিয়ার এই দুটো স্মার্টফোনেই রয়েছে ৬.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি। এর পাশাপাশি মাইক্রো এসডি কার্ডের সাহায্যে নোকিয়ার এই দুই ফোনের ইন্টারনাল স্টোরেজের পরিমাণ বাড়ানো সম্ভব হবে। নোকিয়া সি৩২ ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১৩-র সাপোর্ট। অন্যদিকে নোকিয়া সি২২ ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ (গো এডিশন) আউট অফ দ্য বক্স- এর সাপোর্ট। তবে নোকিয়া 'সি' সিরিজের এই দুই ফোনের মূল আকর্ষণ হল এই দুই মডেলে একবার চার্জ দিলে তিনদিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ বজায় থাকবে। নোকিয়া সংস্থা জানিয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক ব্যাটারি ম্যানেজমেন্ট রয়েছে নোকিয়ার এই দুই ফোনে। যদিও ভারতে এই দুই ফোন লঞ্চ হয়নি। এমনকি নোকিয়া সি৩২ এবং নোকিয়া সি২২ ফোন ভারত-সহ বিশ্বের অন্যান্য দেশে কবে লঞ্চ হবে সেই প্রসঙ্গে কিছুই ঘোষণা করেনি HMD Global।
নোকিয়া সি৩২ ফোনের স্পেসিফিকেশন
- এই ফোনে রয়েছে ডুয়াল সিমের (ন্যানো) স্লট। ফোন পরিচালিত হয় অ্যান্ড্রয়েড ১৩-র সাহায্যে। এছাড়াও রয়েছে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে।
- একটি নাম না জানা অক্টা কোর প্রসেসর রয়েছে নোকিয়া 'সি' সিরিজের এই ফোনে। তার সঙ্গে যুক্ত রয়েছে ৩ জিবি পর্যন্ত র্যাম।
- নোকিয়া সি৩২ ফোনে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। মেন ক্যামেরা সেনসরে রয়েছে নাইট মোড। এর সাহায্যে রাতের অন্ধকারেও ভাল গুণমানের ছবি তোলা যাবে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
- নোকিয়া সি৩২ ফোনে রয়েছে ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই স্টোরেজের পরিমাণ বাড়ানো সম্ভব।
- এছাড়াও এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট। এই ফোন একটি ডাস্ট এবং ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। একবার চার্জ দিলে তিনদিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে এই ফোনে।
নোকিয়া সি২২ ফোনের স্পেসিফিকেশন
- এই ফোনেও রয়েছে ডুয়াল সিমের (ন্যানো) স্লট। এই ফোন পরিচালিত হবে Android 13 (Go edition)- এর সাহায্যে।
- নোকিয়া সি২২ ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির একটি এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে। প্রসেসরের নাম জানা যায়নি। তবে এর সঙ্গে যুক্ত রয়েছে ৩ জিবি র্যাম।
- ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে নোকিয়া সি২২ ফোনে। এছাড়াও এই ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে।
- নোকিয়া সি২২ ফোনের ইনবিল্ট স্টোরেজের পরিমাণ ৬৪ জিবি যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে বাড়ানো সম্ভব। এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং তার সঙ্গে রয়েছে ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। একবার চার্জ দিলে তিন দিন ব্যাটারি লাইফ বজায় থাকবে এই ফোনে। এটিও একটি ডাস্ট এবং ওয়াটার রেজিসট্যান্ট ফোন।
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপের গ্রুপেও এবার 'কল শিডিউল' ফিচার, কীভাবে কাজ করবে? কারা পাবেন সুবিধা?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)