Nokia G60 5G: ভারতে আসছে নোকিয়ার নতুন ৫জি ফোন, দ্রুত শুরু হতে চলেছে প্রি-বুকিং
Nokia 5G Phone: ভারতে নোকিয়া জি৬০ ৫জি ফোনের দাম কত হতে পারে কিংবা এই ফোন কবে লঞ্চ হবে সেই প্রসঙ্গে এখনও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।
Nokia G60 5G: নোকিয়া জি৬০ ৫জি (Nokia G60 5G) ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। খুব তাড়াতাড়ি নোকিয়ার (Nokia 5G Phone) এই নতুন ৫জি ফোন দেশে লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। তবে এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। যদিও শোনা গিয়েছে যে নোকিয়া জি৬০ ৫জি ফোনের জন্য খুব তাড়াতাড়ি ভারতে প্রি-বুকিং (Pre-Booking) শুরু হবে। নোকিয়ার ভারতীয় ওয়েবসাইটে দেখা গিয়েছে এই ৫জি ফোন লঞ্চ হবে দুটো রঙে। এছাড়াও জানা গিয়েছে নোকিয়া জি৬০ ৫জি ফোনে থাকবে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। নোকিয়ার আসন্ন ৫জি ফোনে একটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর ও ৪৫০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এর পাশাপাশি ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ওয়াটার ড্রপ স্টাইলের একটি নচ ডিজাইন। সেখানে সেট করা থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর। নোকিয়া জি৬০ ৫জি ফোনের ব্যাক প্যানেল বা পিছনের অংশে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে।
গুগল পিক্সেল ৭ সিরিজ
কিছুদিন আগেই লঞ্চ হয়েছে গুগল পিক্সেল ৬ সিরিজ। এবার শোনা গিয়েছে আসতে চলেছে গুগল পিক্সেল ৭ সিরিজ। এখানেও গুগল পিক্সেল ৭ এবং গুগল পিক্সেল ৭এ, এই দুই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। ২০২৩ সালে এই স্মার্টফোন সিরিজ লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। গুগল পিক্সেল ৭এ ফোনে আগের মডেলের তুলনায় উন্নত মানে ক্যামেরা এবং ওয়্যারলেস চার্জিং ফিচার থাকতে পারে।
নোকিয়া জি৬০ ৫জি
ভারতে নোকিয়া জি৬০ ৫জি ফোনের দাম কত হতে পারে কিংবা এই ফোনে কী কী স্পেসিফিকেশন থাকবে বা কবে লঞ্চ হবে সেই প্রসঙ্গে এখনও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। তবে শোনা যাচ্ছে কালো এবং আইস কালার শেডে নোকিয়া জি৬০ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে। ডুয়াল সিম (ন্যানো) থাকতে পারে এই ফোনে। সেই সঙ্গে থাকতে পারে অ্যান্ড্রয়েড ১২-র সাপোর্ট। এছাড়াও এই ফোনে ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। তার উপরে সুরক্ষার জন্য থাকতে পারে গোরিলা গ্লাস ৫ প্রোটেকশন।
এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে থাকতে পারে ৫ মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের একটি ডেপথ সেনসর। আর সেলফির জন্য ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ফোনে ফেস আনলক ফিচার থাকারও সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- ট্যুইটার হাতে নিয়েই বড় বদল করলেন মাস্ক ! চালু ডাউনভোট ফিচার