Twitter New Feature: ট্যুইটার হাতে নিয়েই বড় বদল করলেন মাস্ক ! চালু ডাউনভোট ফিচার
Downvote Feature: ট্যুইটার হাতে নিয়েই কোম্পানির বড় কর্তাদের ছাঁটাই করেছেন আগেই । এবার মাইক্রো ব্লগিং সাইটের ব্যবহারকারীদের জন্য ডাউনভোট বৈশিষ্ট্য চালু করলেন কোম্পানির নতুন মালিক এলন মাস্ক।
Downvote Feature: ট্যুইটার হাতে নিয়েই কোম্পানির বড় কর্তাদের ছাঁটাই করেছেন আগেই । এবার মাইক্রো ব্লগিং সাইটের ব্যবহারকারীদের জন্য ডাউনভোট বৈশিষ্ট্য চালু করলেন কোম্পানির নতুন মালিক এলন মাস্ক।
Twitter New Feature: কী কাজ করবে এই নতুন ফিচার ?
টুইটারে ডাউনভোট বোতামটি ইউটিউবের ডিসলাইক বোতামের মতো নয়। এই বৈশিষ্ট্যটি সরাসরি পোস্টের জন্য নয়,কেবল পোস্টের উত্তর দেওয়ার জন্য রাখা হয়েছে। টুইটারে অপমানজনক ভাষা ও অপ্রাসঙ্গিক মন্তব্যের সঙ্গে মোকাবিলা করার জন্য এই বৈশিষ্ট্যটি ব্যবহার করা হবে। তবে ডাউনভোট ফিচার পাবলিক করা হবে না। এমনকী ডাউনভোট গণনা করারও কোনও উপায় নেই।
Downvote Feature: ব্যবহারকারীরা নতুন ডাউনভোট বৈশিষ্ট্য সম্পর্কে পপ-আপ পাচ্ছেন
এখন থেকে কোনও ব্যবহারকারী সাড়া না দিলে, তারা টুইটারে ডাউনভোট করে তা জানাতে পারেন। ফোরাম জানিয়েছে, ডাউনভোটগুলি ব্যক্তিগত, এই ভোটগুলি এখনও পাবলিক করা হবে না। কোম্পানি জানিয়েছে, এই ফিচারের বিষয়ে টুইটার অন্য কারও সঙ্গে তথ্য ভাগ করবে না।
Elon Musk: ট্যুইটার কিনেই সিইও পরাগ আগারওয়াল সহ কোম্পানির বেশকিছু কর্তাকে সরিয়ে দিয়েছেন এলন মাস্ক। রিপোর্ট বলছে, 'অপছন্দের লোকজনকে' ছাঁটাই করতেও বেশ বেগ পেতে হয়েছে মাস্ককে। ট্যুইটারের তিন বড়কর্তাকে বরখাস্ত করতে ক্ষতিপূরণ বাবদ প্রায় ১০০ মিলিয়ন ডলার দিতে হবে টেসলার কর্ণধারকে।
টুইটারের মালিক হওয়ার সঙ্গে সঙ্গে এলন মাস্ক কোম্পানির তিন শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেন। এই অফিসারদের মধ্যে দুজন ভারতীয় বংশোদ্ভূত। চাকরি থেকে বরখাস্ত তিন কর্মকর্তাকে কোটি কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে মাস্ককে। বর্তমানে পরাগ আগরওয়ালকে সিইও পদ থেকে সরিয়ে নিজেই পদটি গ্রহণ করেন এলন। এখন টুইটারের অন্তর্বর্তীকালীন সিইও হয়েছেন তিনি। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাস্ক পরাগ আগরওয়াল সহ তিনজন শীর্ষ টুইটারের এক্সিকিউটিভকে প্রায় ১০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবেন।
Twitter Update: কে কত ক্ষতিপূরণ পাবেন ?
ছাঁটাইয়ের পর পরাগ আগরওয়াল ৫০ মিলিয়ন ডলার (প্রায় ৪১২ কোটি টাকা), টুইটারের সিএফও নেড সেগাল ৩৭ মিলিয়ন ডলার (প্রায় ৩০৪ কোটি টাকা) ও বিজয়া গাড্ডে, যিনি কোম্পানির আইনি পলিসির নীতি নির্ধারক ছিলেন, ১৭১ মিলিয়ন ডলার বা প্রায় ১৪০ কোটি টাকা দেওয়া হবে।