Nokia XR20: জলের তলায় থাকতে পারবে ১ ঘণ্টা, চমকে দেওয়ার মতো ফোন আনল নোকিয়া
মিলিটারি গ্রেডের সুরক্ষা দেওয়ার জন্য এই ফোনের দাম রাখা হয়েছে ৪৬,৯৯৯টাকা। গ্র্যানাইট ও আল্ট্রা ব্লু রঙে পাওয়া যাবে এই ফোন। ২০ অক্টোবর থেকে শুরু হয়ে যাবে ফোনের প্রি বুকিং।
নয়াদিল্লি: সুরক্ষার দিক দিয়ে নতুন চমক। দেশে লঞ্চ হল Nokia XR20। কোম্পানির দাবি, ৫৫ ডিগ্রি তাপমাত্রাতেও স্বাভাবিক কাজ করবে এই ফোন।এমনকী জলের তলায় এক ঘণ্টা পড়ে থাকলেও সমস্যা হবে না এই স্মার্টফোনে।
Nokia XR20-এর দাম ও অফার
মিলিটারি গ্রেডের সুরক্ষা দেওয়ার জন্য এই ফোনের দাম রাখা হয়েছে ৪৬,৯৯৯টাকা। বেস ভ্যারিয়েন্টে দেওয়া হয়েছে ৬জিবি RAM-এর সঙ্গে ১২৮ জিবি স্টোরেজ। গ্র্যানাইট ও আল্ট্রা ব্লু রঙে পাওয়া যাবে এই ফোন। ২০ অক্টোবর থেকে শুরু হয়ে যাবে ফোনের প্রি বুকিং। ৩০ অক্টোবর বড় ই-কমার্স সাইট ছাড়াও Nokia.com-এ পাওয়া যাবে এই ফোন। আগে বুকিং করলে এই ফোনের সঙ্গে 3,599 টাকার Nokia Power Earbuds Lite বিনামূল্যে দেবে কোম্পানি। এ ছাড়াও থাকছে এক বছরের স্ক্রিন প্রোটেকশন প্ল্যান ফ্রি।
Nokia XR20-এর স্পেসিফিকেশন
এই ফোনের প্লাস পয়েন্ট স্টক Android 11-এর সুবিধা পাওয়া যাবে সিস্টেমে। ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। কর্নিং গোরিলা গ্লাস ভিকটাসের সুরক্ষা দেওয়া হয়েছে ফোনে। এখানেই শেষ নয়। নোকিয়ার নতুন মডেলে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর।
Nokia XR20-এর ক্যামেরা
ফোনে দেওয়া হয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। যার মধ্যে প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের। সঙ্গে রয়েছে ১৩ মেগার আল্ট্রা ওয়াইড শ্যুটার। ক্যামেরার প্লাস পয়েন্ট এতে দেওয়া হয়েছে Zeiss optics। যা বিশ্বের অন্যতম সেরা সেন্সরগুলির মধ্যে ধরা হয়।ফোন রয়েছে ৪৬৩০ এমএএইচের ব্যাটারি। মূলত, ফোনের সুরক্ষার দিকে বেশি জোর দিয়েছে কোম্পানি। প্রসেসর স্পেকস দামের তুলনায় কম হলেও বাকি ফিচারসে দমদার ফোন বলা যেতে পারে এই মডেলকে।
আরওপড়ুন ; Amazon Festival Sale: iPhone 12-এ সরাসরি ২০ শতাংশ ছাড়, মেগা সেল দিচ্ছে অ্যামাজন
আরও পড়ুন ; Amazon Backpack Offers: আর পাবেন না এই অফার, অ্যামাজনে ব্যাকপ্যাকে ৮০% ছাড়
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
