Nothing Phone 2: গ্যাজেট প্রেমীদের প্রতীক্ষার অবসান, ভারতে হাজির নাথিং ফোন ২, দাম কত?
Smartphone: এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে একটি ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেনসর।
Nothing Phone 2: অপেক্ষার অবসান। অবশেষে ভারতে হাজির নাথিং ফোন ২ (Nothing Phone 2)। ব্রিটেনের স্টার্টআপ সংস্থা নাথিং- এর প্রতিষ্ঠাতা হলে ওয়ানপ্লাস সংস্থার কো-ফাউন্ডার বা সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেয়ি। নাথিং ফোন ১- এর মতোই নতুন মডেলে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ফ্ল্যাগশিপ চিপসেট এবং আরও বড় ব্যাটারি। নাথিং ফোন ২ মডেলে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। তিন বছরের জন্য Android OS আপডেট এবং প্রতি ২ মাস অন্তর চার বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। নাথিং ফোন ২ মডেলে বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ উবের জোম্যাটো এইসব অ্যাপও সাপোর্ট করবে।
ভারতে নাথিং ফোন ২- এর দাম
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৪,৯৯৯ টাকা। নাথিং ফোন ২ পাওয়া যাবে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টেও। এক্ষেত্রে দাম ৪৯,৯৯৯ টাকা। আর এই ফোনের ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৪,৯৯৯ টাকা। ডার্ক গ্রে এবং সাআ রঙে নাথিং ফোন ২ ভারতে লঞ্চ হয়েছে। ২১ জুলাই থেকে শুরু হবে বিক্রি। কেনা যাবে ফ্লিপকার্ট থেকে।
নাথিং ফোন ২- এর বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে রয়েছে ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট। অ্যান্ড্রয়েড ১৩ বেসড নাথিং অপারেটিং সিস্টেম ২.০ আউট অফ দ্য বক্সের সাহায্যে পরিচালিত হবে এই ফোন।
- নাথিং ফোন ২ মডেলে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস LTPO OLED ডিসপ্লে। এছাড়াও রয়েছে কোয়ালকমের ৪এনএম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর। ভাল মানের মাইক্রোফোন এবং ডুয়াল স্টিরিও স্পিকার রয়েছে নাথিং ফোন ২- এ।
- এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে একটি ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেনসর। ১১৪ ডিগ্রি ফিল্ড ভিউ পাওয়া যাবে এই ক্যামেরা সেনসরে। প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসরে রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন এবং ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট রয়েছে। নাথিং ফোন ২ মডেলে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ফোন দিয়ে দুর্দান্ত ভিডিও রেকর্ডিং করা যাবে।
- ইউজারদের সুরক্ষার জন্য এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। এছাড়াও বায়োমেট্রিক অথেনটিফিকেশনের অপশন হিসেবে রয়েছে ফেস আনলক ফিচার। সংস্থার দাবি, ইউজারের মুখ ঢাকা থাকলেও তাঁকে চিনে নেবে নাথিং ফোন ২- এর ফেস আনলক ফিচার।
- এই ফোনে একটি ৪৭০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এর সঙ্গে রয়েছে ৪৫ ওয়াটের PPS ওয়্যারড চার্জিং ফিচারের সাপোর্ট। এর সাহায্যে ফোনে ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে ৫৫ মিনিট। ওয়্যারলেস চার্জিংয়ের ফিচারও রয়েছে। সেক্ষেত্রে ফোনে পুরো চার্জ হতে সময় লাগবে ১৩০ মিনিট। এই ফোনে রিভার্স চার্জিং ফিচারের সাপোর্টও রয়েছে।
আরও পড়ুন- স্যামসাং গ্যালাক্সির নতুন ফ্যান এডিশন ফোন হাজির ভারতে, দাম কত? কী কী ফিচার রয়েছে?