Nothing Phone 3: ভারতে আসছে 'নাথিং'- এর নতুন ফোন, কবে লঞ্চ? ডিজাইনে থাকবে বিশেষ পরিবর্তন
Nothing Phone 3: গ্লোবাল মার্কেট এবং ভারতে নাথিং ফোন ৩ লঞ্চ হতে চলেছে আগামী ১ জুলাই। ভারতে লঞ্চের পর এই ফোন অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে।

Nothing Phone 3: লঞ্চ হতে চলেছে নাথিং সংস্থার ফোন। এবার লঞ্চ হবে নাথিং ফোন ৩। গ্লোবাল মার্কেটের পাশাপাশি ভারতেও লঞ্চ হবে নাথিং সংস্থার এই ফোন। কোম্পানির তরফে বলা হচ্ছে, এটি নাথিং সংস্থার প্রথম ট্রু ফ্ল্যাগশিপ স্মার্টফোন হতে চলেছে। এতদিন নাথিং সংস্থার ফোনে ছিল বিশেষ Glyph ইন্টারফেস ফিচারের সাপোর্ট। তবে নতুং নাথিং ফোন ৩ মডেলে এই ফিচার থাকবে না। ডিজাইনে আসবে আরও কিছু পরিবর্তন।
গ্লোবাল মার্কেট এবং ভারতে নাথিং ফোন ৩ লঞ্চ হতে চলেছে আগামী ১ জুলাই। ভারতে লঞ্চের পর এই ফোন অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। নাথিং ফোন ২- এর থেকে দাম বেশি হতে চলেছে নাথিং ফোন ৩- এর। নাথিং ফোন ৩ লঞ্চ হতে পারে ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ নিয়ে। এই দুই মডেলের দাম ভারতীয় মুদ্রায় হতে পারে আনুমানিক ৬৮ হাজার টাকা এবং ৭৭ হাজার টাকার আশপাশে। তবে নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি। প্রসঙ্গত উল্লেখ্য, নাথিং ২ ফোনের ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৪৪,৯৯৯ টাকা। শোনা যাচ্ছে, সাদা এবং কালো রঙে নাথিং ফোন ৩ লঞ্চ হতে চলেছে। এর আগে নাথিং ফোন ১ এবং নাথিং ফোন ২- ও ভারতে লঞ্চ হয়েছিল। এবার আসছে এই সেগমেন্টের তৃতীয় মডেল নাথিং ফোন ৩।
Come to Play.
— Nothing (@nothing) June 3, 2025
Phone (3). 1 July, 18:00 BST. pic.twitter.com/9afIpKao1s
এর আগে ভারতে লঞ্চ হয়েছে নাথিং ফোন ৩এ এবং নাথিং ফোন ৩এ প্রো- এই দুই ফোন। নাথিং সংস্থার এই দুই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেট রয়েছে। অ্যান্ড্রয়েড ১৫ সাপোর্ট পাওয়া যাবে নাথিং সংস্থার এই দুই ফোনে। নাথিং ফোন ৩এ এবং নাথিং ফোন ৩এ প্রো- দুই ফোনেই রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। নাথিং ফোন ৩এ এবং নাথিং ফোন ৩এ প্রো- দুই ফোনেই রয়েছে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে। এছাড়াও এই দুই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। এই দুই ফোনে ৫০ শতাংশ চার্জ হবে ১৯ মিনিটে। আর ১০০ শতাংশ চার্জ হবে ৫৬ মিনিটে। এমনটাই দাবি করেছে নাথিং সংস্থা।






















