OnePlus 13s: ভারতে হাজির ওয়ানপ্লাস ১৩এস, দাম কত? আধুনিক কী কী ফিচার রয়েছে?
OnePlus Phone: এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে আরও একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা শুটার রয়েছে। এই টেলিফটো শুটার ২এক্স অপটিকাল জুম সাপোর্ট রয়েছে।

OnePlus 13s: ভারতে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস ১৩এস ফোন। এই ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট প্রসেসর। এছাড়াও ওয়ানপ্লাস ১৩এস ফোনে ৫৮৫০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ৬.৩২ ইঞ্চির একটি 1.5K LTPO ডিসপ্লে রয়েছে এই ফোনে। কাস্টোমাইজেবল 'পাসি কি' ফিচার রয়েছে এই ফোনে। এর সাহায্যে বিভিন্ন মোডে সুইচিং করা যাবে ফোন। দ্রুত অ্যাকসেস করা যাবে বিভিন্ন ফিচার। AI অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি যুক্ত একাধিক ফিচার রয়েছে এই ফোনে। ওয়ানপ্লাস ১৩এস ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
ওয়ানপ্লাস ১৩এস ফোনের দাম কত, কী কী অফার রয়েছে, কোথা থেকে কেনা যাবে
এই ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ৫৪,৯৯৯ টাকা। এই ফোনের ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৫৯,৯৯৯ টাকা। বেস ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে ব্ল্যাক ভেলভেট, গ্রিন সিল্ক, পিঙ্ক সাটিন- এই তিন রঙে। আর আরেকটি মডেল লঞ্চ হয়েছে কালো এবং সবুজ রঙে। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। এছাড়াও কেনা যাবে ওয়ানপ্লাস ইন্ডিয়ার ই-স্টোর থেকে। এর পাশাপাশি নির্দিষ্ট কিছু অফলাইন রিটেল স্টোর থেকেও এই ফোন কেনা যাবে। ১২ জুন থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। প্রি-অর্ডার ইতিমধ্যেই শুরু হয়েছে। এসবিআই ক্রেডিট কার্ড থাকলে ৫০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। এর পাশাপাশি ৫০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাওয়ার সুবিধাও রয়েছে ক্রেতাদের জন্য। ৯ মাসের জন্য নো-কস্ট ইএমআই অপশনও থাকছে এই ফোন কেনার জন্য।
ওয়ানপ্লাস ১৩এস ফোনে কী কী ফিচার রয়েছে, দেখে নিন
এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের Sony LYT-700 মেন সেনসরের সঙ্গে আরও একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা শুটার রয়েছে। এই টেলিফটো শুটার ২এক্স অপটিকাল জুম সাপোর্ট রয়েছে। প্রাইমারি ক্যামেরা সেনসরে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট রয়েছে। সেকেন্ডারি সেনসরে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট যুক্ত রয়েছে। ফোনের ডিসপ্লের উপর থাকা ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসরেও রয়েছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট। ইন-ডিসপ্লে অপটিকাল ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে এই ফোনে। ওজন প্রায় ১৮৫ গ্রাম।






















