OnePlus 10T: ভারতে ওয়ানপ্লাস ১০টি ফোনের বিক্রি শুরু, দেখে নিন দাম ও বিভিন্ন অফার
OnePlus Smartphone: গত ৩ অগস্ট গ্লোবাল মার্কেটের পাশাপাশি ভারতেও লঞ্চ হয়েছিল ওয়েনপ্লাস ১০টি ফ্ল্যাগশিপ ফোন।
OnePlus 10T: ভারতে বিক্রি শুরু হয়েছে ওয়ানপ্লাস ১০টি (OnePlus 10T) ফোনের। গত ৩ অগস্ট গ্লোবাল মার্কেটের পাশাপাশি এই ফোন (OnePlus) লঞ্চ হয়েছিল ভারতে। বিক্রি শুরু হয়েছে ৬ অগস্ট দুপুর ১২টা থেকে। ই-কমার্স সংস্থা অ্যামাজনের (Amazon India) ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে। ৪৯,৯৯৯ টাকায় ভারতে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাসের এই ফ্ল্যাগশিপ ফোন। তবে আপাতত অ্যামাজনে ফ্ল্যাট ৫০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। শুধু ফোন কিনতে হবে আইসিআইসিআই বা এসবিআই- এর কার্ডে। কারণ অ্যামাজনের তরফে আইসিআইসিআই ব্যাঙ্কের ডেবিট কার্ড, ক্রেডট কার্ড এবং ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রে ইনস্ট্যান্ট ৫০০০ টাকা ব্যাঙ্ক অফার চালু করেছে। এই একই অফার প্রযোজ্য রয়েছে এসবিআইয়ের ডেবিট ও ক্রেডিট কার্ড এবং ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রেও। এর পাশাপাশি ক্রেতারা যদি তাদের অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইস ওয়ানপ্লাসের নিজস্ব সাইট এবং ওয়ানপ্লাস স্টোর অ্যাপ ও অ্যামাজনে এক্সচেঞ্জ করেন তাহলেও ৩০০০ টাকা ছাড় পাবেন।
ওয়ানপ্লাস ১০টি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন দেখে নিন
- এই ফোনে রয়েছে একটি ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। তার উপরে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস। ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ডিসপ্লের উপর সেলফি ক্যামেরা সেনসরের জন্য রয়েছে পাঞ্চ হোল কাট আউট।
- কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ চিপসেট রয়েছে ওয়ানপ্লাস ১০টি ফোনে। এছাড়াও এই ফোনে একটি থ্রিডি কুলিং সিস্টেম রয়েছে।
- ওয়ানপ্লাসের এই ফ্ল্যাগশিপ ফোনে একটি ৪৮০০ এমএএইচ ব্যাটারি এবং ১৬০ ওয়াটের ফাস্ট চার্জারের সাপোর্ট রয়েছে। শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে মাত্র ১৯ মিনিট।
- এই ফোনে ডলবি অ্যাটমোস সাউন্ডের পাশাপাশি রয়েছে নয়েজ ক্যানসেলেশন ফিচার। আর রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর রয়েছে। আর ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।