OnePlus 12: লঞ্চের বাকি আর মাত্র ২ দিন, ওয়ানপ্লাস ১২ ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে কী কী ফিচার থাকতে পারে?
OnePlus Smartphone: ভারতে ওয়ানপ্লাস ১২ ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৫ হাজার টাকার আশপাশে হতে পারে। যদিও ওয়ানপ্লাস সংস্থা এই প্রসঙ্গে নিশ্চিত ভাবে কিছু জানায়নি।
OnePlus 12: আর মাত্র ২ দিন বাকি। গ্লোবাল মার্কেটের পাশাপাশি ভারতেও লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ১২ (OnePlus 12) ফোন। এই ফ্ল্যাগশিপ ফোন সম্পর্কে ইতিমধ্যেই প্রচুর তথ্য প্রকাশ্যে এসেছে। চিনে আগেই লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস ১২ ফোন। এবার ভারত এবং ইউরোপের কিছু অংশে লঞ্চ হতে চলেছে। ২৩ জানুয়ারি ভারতীয় সময় সন্ধে ৭টা ৩০ মিনিটে দিল্লিতে ওয়ানপ্লাসের গ্লোবাল ইভেন্ট (OnePlus Global Event) হতে চলেছে। সেখানেই ওয়ানপ্লাস ১২ ফোন লঞ্চ হবে। ওয়ানপ্লাস সংস্থার অফিশিয়াল ইউটিউব পেজ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া চ্যানেলে এই লঞ্চ ইভেন্টের লাইভ স্ট্রিমিং দেখা যাবে।
ওয়ানপ্লাস ১২ ফোনের দাম কত হতে পারে ভারতে এবং এই ফোনে কী কী ফিচার থাকতে পারে
- এই ফোনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত চিপ থাকতে পারে। এছাড়াও এই ফোনে Hasselblad ব্র্যান্ডের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকার কথা শোনা গিয়েছে। ওয়ানপ্লাস ওপেন- এই ফোল্ডেবল ফোনে Hasselblad ব্র্যান্ডের ক্যামেরা ফিচার দেখা গিয়েছে।
- ওয়ানপ্লাস ১২ ফোনে একটি AMOLED QHD+ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও থাকতে পারে একটি ৫৪০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।
- ভারতে ওয়ানপ্লাস ১২ ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৫ হাজার টাকার আশপাশে হতে পারে। যদিও ওয়ানপ্লাস সংস্থা এই প্রসঙ্গে নিশ্চিত ভাবে কিছু জানায়নি।
আর কী কী লঞ্চ হতে পারে ওয়ানপ্লাসের গ্লোবাল ইভেন্টে
ওয়ানপ্লাস ১২ ফোনের সঙ্গে ওয়ানপ্লাস ১২আর ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। এছাড়াও লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস বাডস ৩। ওয়ানপ্লাস ১২আর ফোনে থাকতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। এই ফোনে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ থাকতে পারে। এছাড়াও ৬.৭ ইঞ্চির OLED প্যানেল থাকার সম্ভাবনা রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। ওয়ানপ্লাস বাডস ৩ ইয়ারবাডসে থাকতে পারে অ্যাডাপ্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট। ওয়ানপ্লাস সংস্থার তরফে এক্স মাধ্যমে পোস্ট করে জানানো হয়েছে পুরো চার্জ থাকলে এই ইয়ারবাডসে ৪৪ ঘন্টার প্লেব্যাক টাইম পাওয়া যাবে। মাত্র ১০ মিনিটের চার্জে এই ইয়ারবাডসে প্রায় ৭ ঘন্টা শোনা যাবে বলেও দাবি করেছে ওয়ানপ্লাস সংস্থা। চিনে ইতিমধ্যেই ওয়ানপ্লাস বাডস ৩ লঞ্চ হয়েছে। এবার ভারতে লঞ্চ হতে চলেছে।
আরও পড়ুন- লঞ্চ হয়েছে Moto G Play (2024) ফোন, কী কী ফিচার রয়েছে? দাম কত?