Motorola Smartphone: লঞ্চ হয়েছে Moto G Play (2024) ফোন, কী কী ফিচার রয়েছে? দাম কত?
Moto G Play (2024): এই ফোনে রয়েছে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট, ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর, ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
Motorola Smartphone: মোটোরোলা 'জি' সিরিজের (Motorol G Series) নতুন ফোন লঞ্চ হয়েছে সম্প্রতি। এবার লঞ্চ হয়েছে Moto G Play (2024), তবে ভারতে নয় উত্তর আমেরিকায়। ভারতে এই ফোন কবে লঞ্চ হবে, আদৌ লঞ্চ হবে কিনা- সেই প্রসঙ্গে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। Moto G Play (2024) ফোনে রয়েছে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট, ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর, ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। উত্তর আমেরিকায় Moto G Play (2024) ফোন লঞ্চ হয়েছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ নিয়ে। এই মডেলের দাম $149.99, ভারতীয় মুদ্রায় আনুমানিক ১২,৫০০ টাকা। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি শুরু হবে এবং Moto G Play (2024) ফোন কেনা যাবে Amazon.com, Best Buy, Motorola.com থেকে। পরে অন্যান্য রিটেলার থেকেও কেনা যাবে এই ফোন। কানাডাতেও বিক্রি শুরু হবে Moto G Play (2024) ফোনের, ২৬ জানুয়ারি থেকে।
Moto G Play (2024) ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে, একনজরে দেখে নেওয়া যাক
- মোটোরোলা 'জি' সিরিজের এই ফোনে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস IPS LCD প্যানেল রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং এর উপরে সুরক্ষার জন্য রয়েছে Gorilla Glass 3 protection।
- এই ফোনে রয়েছে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগ ৬৮০ প্রসেসর। এর সঙ্গে ৪ জিবি র্যাম য্যক্ত রয়েছে যা ভার্চুয়াল ভাবে ৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। আর রয়েছে ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজ। এই ফোন পরিচালিত হচ্ছে Android 13 out-of-the-box- এর সাপোর্টে।
- Moto G Play (2024) ফোনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর রয়েছে। ফোনের রেয়ার প্যানেলে কোয়াড পিক্সেল সেনসর সেট করা রয়েছে আয়তাকার ক্যামেরা মডিউলে, সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ ইউনিট। ফোনের পিছনের অংশে উপরে বাঁদিকের কোণে এই ক্যামেরা ইউনিট দেখা যাবে। এই ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।
- Moto G Play (2024) ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি। একবার চার্জ দিলে ৪৬ ঘণ্টা পর্যন্ত ব্যাটারিতে চার্জ বজায় থাকবে। ১৫ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট রয়েছে এই ফোনে। মোটোরোলার এই ফোন IP52 রেটিং প্রাপ্ত ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলের ঝাপটায় নষ্ট হওয়ার সম্ভাবনা তুলনায় কম।
- কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে রয়েছে ৪জি, ওয়াই-ফাই, জিপিএস এবং ব্লুটুথ ৫.১- এর সাপোর্ট। ফোনের ওজন প্রায় ১৮৫ গ্রাম।
আরও পড়ুন- লঞ্চ হয়েছে Moto G Play (2024) ফোন, কী কী ফিচার রয়েছে? দাম কত?