OnePlus Diwali Sale: দীপাবলি উপলক্ষ্যে ওয়ানপ্লাসের 'ফেস্টিভ অফার', ছাড় থাকছে নর্ড সিরিজের ৫জি ফোন, রইল তালিকা
OnePlus Festive Offers: ২ নভেম্বর ওয়ানপ্লাসের এই সেল শুরু হয়েছে। আর তা চালু থাকবে ১০ নভেম্বর পর্যন্ত। ওয়ানপ্লাসের কোন ফোনের দামে ছাড় থাকছে, দেখে নেওয়া যাক।
OnePlus Diwali Sale: সামনেই দীপাবলি (Diwali 2023)। অনেকেই এই সময়ে নতুন জিনিস কেনা শুভ বলে মনে করেন। আর আপনার যদি নতুন স্মার্টফোন (OnePlus Smartphones) কেনার পরিকল্পনা থাকে তাহলে ওয়ানপ্লাসের ফোনে নজর দিতে পারেন। দীপাবলি উপলক্ষ্যে ওয়ানপ্লাস দিচ্ছে অফার (OnePlus Festive Sale)। ২ নভেম্বর ওয়ানপ্লাসের এই সেল শুরু হয়েছে। আর তা চালু থাকবে ১০ নভেম্বর পর্যন্ত। ওয়ানপ্লাসের কোন ফোনের দামে ছাড় থাকছে, দেখে নেওয়া যাক।
ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি এবং ওয়ানপ্লাস নর্ড সিই ৩
চলতি বছর একাধিক নর্ড সিরিজের ফোন লঞ্চ করেছে ওয়ানপ্লাস সংস্থা। সেই তালিকায় রয়েছে ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি এবং ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ৫জি- এই দুই ফোন। ওয়ানপ্লাস নর্ড সিরিজের এই দুই ফোনেই রয়েছে যথেষ্ট আকর্ষণীয় ফিচার। তাই যাঁরা এই ফোনগুলি কেনার পরিকল্পনা করছেন তাঁদের জন্য রয়েছে সুখবর।
ওয়ানপ্লাসের ফেস্টিভ অফার অনুসারে, ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি ফোন কেনার ক্ষেত্রে ক্রেতারা ইন্সট্যান্ট ৩০০০ টাকা ব্যাক ডিসকাউন্ট পাবেন। এছাড়াও থাকছে ৬ মাসের জন্য নো-কস্ট ইএমআইয়ের সুবিধা। আর থাকছে ৩০০০ টাকার স্পেশ্যাল কুপন ডিসকাউন্ট। অন্যদিকে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ফোনের ক্ষেত্রে ২০০০ টাকা ইন্সট্যান্ট ব্যাঙ্ক অফার পাওয়া যাবে। এছাড়াও থাকছে ২৫০০ টাকা স্পেশ্যাল কুপন ডিসকাউন্ট। এখানেই শেষ নয়। ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট এবং ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট- এই দুই ফোনে ১৫০০ টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট থাকছে। ওয়ানপ্লাস অর্ড সিই ২ লাইট ফোনের জন্য ৩ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআইয়ের সুবিধা পাবেন ক্রেতারা। আইসিআইসিআই ব্যাঙ্ক এবং ওয়ান কার্ড ক্রেতারা অ্যামাজন, ওয়ানপ্লাস এক্সপিরিয়েন্স স্টোর এবং ওয়ানপ্লাসের অফিশিয়াল ওয়েবসাইটে এইসব ডিসকাউন্ট প্রযোজ্য হবে।
ওয়ানপ্লাস ১১আর এবং ওয়ানপ্লাস ১০আর
ওয়ানপ্লাস ১১আর ৫জি এবং ওয়ানপ্লাস ১১আর ৫জি সোলার রেড স্পেশাল এডিশনের ক্ষেত্রে ক্রেতারা ২০০০ টাকা ছাড় পাবেন। এর সঙ্গে কেতারা নো-কস্ট ইএমআইয়ের সুবিধা পাবেন ৯ মাস পর্যন্ত। অন্যদিকে, ওয়ানপ্লাস ১০আর ৫জি ফোনের ক্ষেত্রে ৩০০০ টাকা ইন্সট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট রয়েছে। আর থাকছে ৭০০০ টাকার স্পেশ্যাল প্রাইস কুপন। যাঁরা ওয়ানপ্লাস ১০ প্রো ৫জি এবং ওয়ানপ্লাস ১০টি ৫জি ফোন কেনার পরিকল্পনায় রয়েছে তাঁরা ৫০০০ টাকা ইন্সট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট পেতে পারে। এই দুই ফোনের ক্ষেত্রে যথাক্রমে স্পেশ্যাল প্রাইস কুপন থাকতে চলেছে ১৪ হাজার এবং ১০ হাজার টাকার।
আরও পড়ুন- মোটোরোলার ফোন কিনতে চান, ফ্লিপকার্টে পাবেন কম দামে, চলছে বিগ দিওয়ালি সেল