OnePlus Earbuds: ওয়ানপ্লাসের নতুন ইয়ারবাডস হাজির ভারতে, একবার চার্জ দিলে কতক্ষণ চলবে?
OnePlus Nord Buds 3: কানেক্টিভিটি সাপোর্ট হিসেবে এই ইয়ারবাডসে রয়েছে ডুয়াল ডিভাইস সাপোর্ট। অর্থাৎ একসঙ্গে দুটো ডিভাইসে এই ইয়ারবাডস কানেক্ট করা যাবে।
OnePlus Earbuds: ওয়ানপ্লাস নর্ড বাডস ৩ (OnePlus Nord Buds 3) ভারতে লঞ্চ হয়েছে সম্প্রতি। এটি একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS Earphone) ইয়ারফোন। একবার পুরো চার্জ দিলে অর্থাৎ ১০০ শতাংশ চার্জ হয়ে গেলে, ৪৩ ঘণ্টা পর্যন্ত চার্জ থাকবে ওয়ানপ্লাসের এই ইয়ারবাডসে। ৩২ ডেসিবল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট রয়েছে ওয়ানপ্লাস নর্ড বাডস ৩ মডেলে। এই ইয়ারবাডসে রয়েছে ১২.৪ মিলিমিটারের টাইটেনিয়াম ডায়নামিক ড্রাইভার্স। এই ইয়ারবাডস ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না।
ওয়ানপ্লাস নর্ড বাডস ৩ ইয়ারবাডসের দাম ভারতে কত
ওয়ানপ্লাসের এই ইয়ারবাডসের দাম ২২৯৯ টাকা। আগামী ২০ সেপ্টেম্বর থেকে এই ইয়ারবাডসের বিক্রি শুরু হবে দেশে। কেনা যাবে ওয়ানপ্লাসের অফিশিয়াল ওয়েবসাইট, ওয়ানপ্লাস রিটেল স্টোর, ই-কমার্স সংস্থা অ্যামাজন, ফ্লিপকার্ট এবং অফলাইন দোকান থেকে। এই ইয়ারবাডস লঞ্চ হয়েছে Harmonic Gray এবং Melodic White- এই দুই রঙে।
ওয়ানপ্লাস নর্ড বাডস ৩ ইয়ারবাডসে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে
- ইন-ইয়ার ডিজাইন এবং সিলিকন ইয়ার টিপস রয়েছে ওয়ানপ্লাস নর্ড বাডস ৩ এই ইয়ারবাডসে। দুটো মাইক্রোফোন রয়েছে এই ডিভাইসে।
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি যুক্ত কল নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট রয়েছে এই ইয়ারবাডসে।
- এই ইয়ারবাডসে রয়েছে Hey Melody অ্যাপের সাপোর্ট। এর সাহায্যে নয়েজ ক্যানসেলেশন লেভেল নিয়ন্ত্রণ করা যায়।
- কানেক্টিভিটি সাপোর্ট হিসেবে এই ইয়ারবাডসে রয়েছে ডুয়াল ডিভাইস সাপোর্ট। অর্থাৎ একসঙ্গে দুটো ডিভাইসে এই ইয়ারবাডস কানেক্ট করা যাবে।
- এছাড়াও এই ইয়ারবাডসে রয়েছে গুগল ফাস্ট পেয়ার সাপোর্ট। এছাড়াও পাওয়া যাবে ব্লুটুথ ৫.৪ সাপোর্ট।
- ওয়ানপ্লাস নর্ড বাডস ৩ ইয়ারবাডসের চার্জিং কেসে রয়েছে ৪৪০ এমএএইচ ব্যাটারি। অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার বন্ধ থাকলে একবার পুরো চার্জ দিলে এই ইয়ারবাডসে চার্জ থাকবে প্রায় ৪৩ ঘণ্টা (চার্জিং কেস সমেত)।
- অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার চালু থাকলে ইয়ারবাডসে চার্জ থাকবে প্রায় ২৮ ঘণ্টা, চার্জিং কেস সমেত।
- চার্জিং কেস ছাড়া ইয়ারবাডসে চার্জ থাকবে প্রায় ১২ ঘণ্টা, যদি অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার চালু থাকে। আর এই ফিচার বন্ধ থাকলে ৮ ঘণ্টা পর্যন্ত চালু থাকবে ইয়ারবাডস।
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপ স্টেটাসে আসছে নতুন ফিচার, ইউজাররা এবার কী সুবিধা পেতে চলেছেন?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।