Oppo Phones: খুব তাড়াতাড়ি ভারতে আসছে ওপ্পোর নতুন ৫জি ফোন, কোথা থেকে কেনা যাবে? দেখে নিন সম্ভাব্য ফিচার
Oppo Smartphones: ওপ্পো কে১৩এক্স ৫জি ফোনের ডিজাইন বেশ শক্তপোক্ত হতে চলেছে, অর্থাৎ ফোন টেকসই হবে। এছাড়াও ব্যাটারি কাজ করবে অনেকদিন। অর্থাৎ লং-লাস্টিং ব্যাটারি থাকতে চলেছে ওপ্পো কে১৩এক্স ৫জি ফোনে।

Oppo Phones: ভারতে লঞ্চ হতে চলেছে ওপ্পো- র নতুন ফোন। এবার লঞ্চ হবে ওপ্পো কে১৩এক্স ৫জি মডেল। ওপ্পো সংস্থার 'কে' সিরিজের এই ৫জি ফোন ভারতে কবে লঞ্চ হবে তার নির্দিষ্ট দিনক্ষণ জানা না গেলেও, এই ফোন যে খুব তাড়াতাড়িই ভারতে আসতে চলেছে তা জানা গিয়েছে। এর পাশাপাশি শোনা গিয়েছে, ওপ্পো কে১৩এক্স ৫জি ফোন ভারতে লঞ্চের পর অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। গত বছর অর্থাৎ ২০২৪ সালে লঞ্চ হয়েছিল ওপ্পো কে১২এক্স ৫জি ফোন। তারই সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে ওপ্পো কে১৩এক্স ৫জি ফোন। শোনা যাচ্ছে, ওপ্পোর এই নতুন ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট থাকতে পারে। এছাড়াও থাকতে পারে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।
ওপ্পো কে১৩এক্স ৫জি ফোনের ডিজাইন বেশ শক্তপোক্ত হতে চলেছে, অর্থাৎ ফোন টেকসই হবে। এছাড়াও ব্যাটারি কাজ করবে অনেকদিন। অর্থাৎ লং-লাস্টিং ব্যাটারি থাকতে চলেছে ওপ্পো কে১৩এক্স ৫জি ফোনে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই যুক্ত ক্যামেরা ফিচার থাকতে চলেছে এই ফোনে। এর পাশাপাশি থাকবে আলট্রা ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট। ফোনের দাম থাকবে মাঝামাঝি রেঞ্জে, অর্থাৎ সাংঘাতিক বেশি হবে না ওপ্পো 'কে' সিরিজের আসন্ন ৫জি ফোনের। তবে এই ফোনের দাম কত থেকে শুরু হতে পারে, অর্থাৎ বেস ভ্যারিয়েন্ট বা ভ্যানিলা মডেলের দাম কত হতে পারে তা জানা যায়নি এখনও। ওপ্পো কে১৩এক্স ৫জি ফোন ফ্লিপকার্টের পাশাপাশি ওপ্পো ইন্ডিয়ার অনলাইন স্টোর এবং অফলাইন স্টোর থেকেও কেনা যাবে বলে জানা গিয়েছে।
ওপ্পো কে১৩এক্স ৫জি ফোনে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথা শোনা গিয়েছে। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স থাকার কথা শোনা গিয়েছে।
ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এ৫এক্স ৫জি ফোন
এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট। এর সঙ্গে ৪ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছে। এছাড়াও এই ফোনে পাবেন ১২০ হার্টজ রিফ্রেশ রেটের এলসিডি স্ক্রিন। এই ফোনে ৬০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারির সঙ্গে রয়েছে ৪৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৩,৯৯৯ টাকা। দুটো রং, মিডনাইট ব্লু এবং লেসার হোয়াইট- এই দুই রঙে ওপ্পো এ৫এক্স ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে।






















