Vivo Phones: ভিভো 'ওয়াই' সিরিজের নতুন ফোন আসছে ভারতে, দাম শুরু ১৫ হাজারের কমেই
Smartphones Under Rs 15000: ভিভো সংস্থা তাদের ওয়াই সিরিজের একটি ফোন ভারতে লঞ্চ করতে চলেছে খুব তাড়াতাড়ি। তবে কোন ফোন লঞ্চ হবে, কবে লঞ্চ হবে সেই প্রসঙ্গে কিছু জানা যায়নি এখনও।

Vivo Phones: ভিভো 'ওয়াই' সিরিজের নতুন একটি ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। এই ফোন বেশ তাড়াতাড়িই ভারতে লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। তবে কোন মডেল আসতে চলেছে তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। যদিও শোনা গিয়েছে, ভিভো 'ওয়াই' সিরিজের আসন্ন ফোনে একটি কার্ভ ডিসপ্লে থাকবে এবং এটি একটি AMOLED ডিসপ্লে হবে। এছাড়াও জানা গিয়েছে, তিনটি রঙে ভারতে লঞ্চ হবে ভিভো ওয়াই সিরিজের এই নতুন ফোন। আর এই ফোনটি ৭.৪৯ মিলিমিটার পুরু হবে।
এর পাশাপাশি শোনা গিয়েছে, ভিভো ওয়াই সিরিজের আসন্ন ফোনের স্ক্রিন একটি থ্রিডি ডিসপ্লে হতে চলেছে। সম্ভবত ফোনের দাম শুরু হবে ১৫ হাজার টাকার কমেই। অর্থাৎ এই ফোনের বেস ভ্যারিয়েন্ট বা ভ্যানিলা মডেলের দাম ১৫ হাজার টাকার কম হওয়ার সম্ভাবনা রয়েছে। ফেস্টিভ গোল্ড, ফ্রিস্টাইল হোয়াইট এবং নেবুলা পার্পল- এই তিন রঙে ভিভো ওয়াই সিরিজের নতুন ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। এর মধ্যে ফ্রিস্টাইল হোয়াইট রঙের ফোনের রেয়ার প্যানেলে একটি ইউনিক প্যাটার্ন লক্ষ্য করা যাবে বলে শোনা গিয়েছে। তবে ভিভো সংস্থা তাদের 'ওয়াই' সিরিজের কোন ফোন ভারতে লঞ্চ করতে চলেছে এবং কবে সেই ফোন লঞ্চ হবে, এই প্রসঙ্গে কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি এখনও।






















