Oppo Phones: ভারতে আসছে ওপ্পো এফ৩১ সিরিজ, কবে লঞ্চ হতে পারে? কী কী ফিচার থাকতে পারে
Oppo F31 Series: ভারতে আসছে ওপ্পো এফ৩১ সিরিজ। এই স্মার্টফোন সিরিজে ওপ্পো এফ৩১ এবং ওপ্পো এফ৩১ প্রো, ওপ্পো এফ৩১ প্রো প্লাস - এই তিন ফোন লঞ্চ হতে চলেছে দেশে।

Oppo Phones: ভারতে লঞ্চ হতে চলেছে ওপ্পো এফ৩১ সিরিজ। এই স্মার্টফোন সিরিজে ওপ্পো এফ৩১ এবং ওপ্পো এফ৩১ প্রো, ওপ্পো এফ৩১ প্রো প্লাস - এই তিন ফোন লঞ্চ হতে চলেছে দেশে। ওপ্পো এফ২৯ সিরিজের সাকসেসর হিসেবে ভারতে আসছে ওপ্পো এফ৩১ সিরিজ। এই সিরিজের দুই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি চিপসেট থাকতে পারে। ওপ্পো এফ৩১ সিরিজের তিনটি ফোনে ৮০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার কথা রয়েছে। ভারতে ওপ্পো এফ৩১ সিরিজ লঞ্চ হতে পারে ১২ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে। টিপস্টার অভিষেক যাদব এমনটাই শেয়ার করেছেন এক্স মাধ্যমে। ওপ্পো এফ২৯ সিরিজ ভারতে লঞ্চ হয়েছিল ২০ মার্চ।
ওপ্পো এফ৩১ ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট থাকতে পারে। অন্যদিকে, ওপ্পো এফ৩১ প্রো ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ প্রসেসর থাকার কথা শোনা গিয়েছে। এই দুই ফোনেই ৭০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। এখনও ওপ্পো এফ৩১ সিরিজের ফোনগুলির দেশে লঞ্চ হওয়ার নির্দিষ্ট তারিখ জানা যায়নি।
ওপ্পো কে১৩ টার্বো সিরিজ
ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো কে১৩ টার্বো (Oppo K13 Turbo) এবং ওপ্পো কে১৩ টার্বো প্রো (Oppo K13 Turbo Pro) - এই দুই ফোন। ওপ্পো সংস্থার কে সিরিজের এই দুই টার্বো মডেলেই রয়েছে শক্তিশালী ৭০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি। এর সঙ্গে রয়েছে ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও রয়েছে ভেপার চেম্বার কুলিং ইউনিট যার আয়তন ৭০০০ স্কোয়ার মিলিমিটার। এই স্মার্টফোনের মধ্যে রয়েছে ইনবিল্ট ফ্যান। এছাড়াও রয়েছে এয়ার ডাক্ট যা সক্রিয় কুলিংয়ের কাজে সাহায্য করবে। ওপ্পো কে১৩ টার্বো ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২৯,৯৯৯ টাকা। তিন রঙে এই ফোন লঞ্চ হয়েছে দেশে। ওপ্পো কে১৩ টার্বো প্রো ফোনের ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৭,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৩৯,৯৯৯ টাকা। এই ফোনও তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে।
এই দুই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। চিনে আগেই লঞ্চ হতে এই ফোনগুলি। এবার আসছে ভারতে। ওপ্পো কে১৩ টার্বো সিরিজের এই দুই ফোন ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। তিন তিনটি ওয়াটার রেজিসট্যান্ট রেটিং রয়েছে এই ফোনে। অর্থাৎ জলে সহজে নষ্ট হবে না ওপ্পো কে১৩ টার্বো এবং ওপ্পো কে১৩ টার্বো প্রো- এই দুই ফোন।






















