Oppo Smartphones: ভারতে আসছে ওপ্পো রেনো ১০ ৫জি সিরিজ, কত দাম হতে পারে ফোনের? রইল সম্ভাব্য স্পেসিফিকেশন
Oppo Reno 10 5G Series: ভারতে ওপ্পো রেনো ১০ সিরিজের ফোন কেনা যাবে জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের মাধ্যমে।
Oppo Smartphones: ওপ্পো রেনো ১০ ৫জি সিরিজ (Oppo Reno 10 5G Series) খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। আনুষ্ঠানিক ভাবে দেশে এই স্মার্টফোন সিরিজ লঞ্চের আগে তার দাম ফাঁস হয়েছে অনলাইনে। শোনা যাচ্ছে, ওয়ানপ্লাসের এই ফ্ল্যাগশিপ ফোনের (Flagship Phone) দাম শুরু হতে পারে ৩০ হাজার টাকা থেকে। ওপ্পো রেনো ১০ সিরিজে সম্ভবত থাকতে চলেছে ওপ্পো রেনো ১০, ওপ্পো রেনো ১০ প্রো এবং ওপ্পো রেনো ১০ প্রো প্লাস- এই তিনটি ফোন। কারণ চলতি বছর মে মাসে এই তিনটি ফোন চিনে লঞ্চ হয়েছিল। সূত্রের খবর, ভারতে ওপ্পো রেনো ১০ সিরিজের ফোন কেনা যাবে জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের মাধ্যমে। ওপ্পো রেনো ১০ প্রো প্লাস ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগ ৮ প্লাস জেন ১ প্রসেসর থাকতে পারে।
ভারতে ওপ্পো রেনো ১০ সিরিজের ফোনের সম্ভাব্য দাম
জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদব ওপ্পো রেনো ১০ সিরিজের ফোনের দাম ট্যুইটারে প্রকাশ করেছেন। তাঁর কথা অনুসারে, ওপ্পো রেনো ১০ ফোনের দাম ভারতে ৩০ হাজার টাকা থেকে শুরু হতে পারে। ওপ্পো রেনো ১০ প্রো ফোনের দাম বেস মডেলের ক্ষেত্রে ৪০ হাজার টাকা হতে পারে। আর ওপ্পো রেনো ১০ প্রো প্লাস ফোনে যা একটি প্রিমিয়াম মডেল, তার দাম ৫০ হাজার টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। এখনও ভারতে ওপ্পো রেনো ১০ সিরিজের ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে অনুমান, জুলাই মাসের মাঝামাঝি সময়ে এই স্মার্টফোন সিরিজ দেশে লঞ্চ হতে পারে।
ওপ্পো রেনো ১০ সিরিজের ভারতীয় ভ্যারিয়েন্টের সম্ভাব্য ক্যামেরা স্পেসিফিকেশন
ওপ্পো রেনো ১০ প্রো প্লাস ৫জি ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো পোর্ট্রেট ক্যামেরা থাকতে পারে। সেখানে আবার অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও একটি ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 সেনসর (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত) এবং ৮ মেগাপিক্সেলের Sony IMX355 (ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা) থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। এই স্মার্টফোন সিরিজের বাকি দুই মডেলেও ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ওপ্পো রেনো ১০ প্রো প্লাস ফোনে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর থাকতে পারে।
আরও পড়ুন- বৃষ্টির দিনে ভিজতে দেবেন না আদরের পোষ্যকে, কীভাবে খেয়াল রাখবেন ওদের?