Earbuds: এক হাজার টাকারও কমে ভারতে হাজির নতুন ইয়ারবাডস, কী কী ফিচার রয়েছে?
Ptron Bassbuds Zen এই ইয়ারবাডসটি সম্প্রতি লঞ্চ হয়েছে ভারতে।
Earbuds: ভারতে লঞ্চ হয়েছে নতুন ইয়ারবাডস (Earbuds)। এই ইয়ারবাডসের দাম এক হাজার টাকারও কম। সম্প্রতি দেশে লঞ্চ হয়েছে ভারতের নিজস্ব কোম্পানি Ptron- এর নতুন ইয়ারবাডস Bassbuds Zen। এই ইয়ারবাডস একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও ডিভাইস। জানা গিয়েছে, Ptron Bassbuds Zen- এর দাম ৯৯৯ টাকা। এই ইয়ারবাডসে মোট প্রায় ৫০ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক ফিচার পাওয়া যাবে। নতুন Ptron Bassbuds Zen ইয়ারবাডসে রয়েছে ১০ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার্স। এছাড়াও এই ইয়ারবাডসে রয়েছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি। এছাড়াও Ptron Bassbuds Zen ইয়ারবাডসে রয়েছে লো ল্যাটেন্সি অডিও, টাচ কন্ট্রোল এবং প্যাসিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার। এই ইয়ারবাডসের বিশেষত্ব হল এখানে রয়েছে কোয়াড মাইক্রোফোন। সেখানে আবার রয়েছে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট এবং ট্রু টক টেকনোলজি। ৩০ ডেসিবেল পর্যন্ত নয়েজ ক্যানলেশন সম্ভব। ফলে স্পষ্ট ভাবে কথাবার্তা শোনা যাবে এই ইয়ারবাডসে।
আপাতত ৯৯৯ টাকার বিনিময়ে এই ইয়ারবাডস কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে। কালো এবং নীল রঙে কেনা যাবে এই ইয়ারবাডস। নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের কার্ডে এই ইয়ারবাডস কিনতে গেলে ক্রেতারা ছাড় পাবেন।
Ptron Bassbuds Zen ইয়ারবাডসের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই ইয়ারবাডসে রয়েছে ইন-ইয়ার লাইট ডিজাইন। অর্থাৎ এই ইয়ারবাডস হাল্কা ওজনের।
- একবার পুরো চার্জ দিলে চার্জিং কেস সমেত এই ইয়ারবাডস থেকে প্রায় ৫০ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম পাওয়া যাবে।
- এই ইয়ারবাডসে রয়েছে ৪০ এমএএইচের ব্যাটারি। চার্জিং কেসে রয়েছে ৪০০ এমএএইচের ব্যাটারি। টাইপ-সি ইউএসবি পোর্ট দিয়ে এই ইয়ারবাডসে চার্জ দেওয়া সম্ভব। পুরো চার্জ দিতে এই ইয়ারবাডসের ক্ষেত্রে সময় লাগবে ১ ঘণ্টা। আর চার্জিং কেসের ক্ষেত্রে সময় লাগবে ১.৫ ঘণ্টা।
- এই ইয়ারবাডস IPX4 রেটিং প্রাপ্ত ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। এখানে রয়েছে টাচ কন্ট্রোল এবং ভয়েস অ্যাসিসট্যান্টের ফিচার।
OnePlus Ace 2 Variant: নতুন ফোন লঞ্চ করতে চলেছে ওয়ানপ্লাস (OnePlus Smartphone) সংস্থা। চলতি মাসের শুরুর দিকে চিনে লঞ্চ হয়েছিল OnePlus Ace 2। ভারতেও লঞ্চ হয়েছে এই ফোন। তবে রিব্র্যান্ডেড হয়ে ওয়ানপ্লাস ১১ ৫জি হিসেবে। ওয়ানপ্লাস কোম্পানির এই দুই ফোনেই রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর। শোনা যাচ্ছে, ওয়ানপ্লাস সংস্থা তাদের ফোন OnePlus Ace 2- এর নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করতে চলেছে। এই ফোনের অন্যতম আকর্ষণ হতে চলেছে শক্তিশালী প্রসেসর। শোনা গিয়েছে, OnePlus Ace 2 ফোনের নয়া ভ্যারিয়েন্টে মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০ প্রসেসর থাকতে পারে। এর সঙ্গে 1.5K ফ্ল্যাট ডিসপ্লে থাকার সম্ভাবনাও রয়েছে। এর আগে OnePlus Ace 2 ফোনে ছিল curved AMOLED ডিসপ্লে। অনুমান করা হচ্ছে, OnePlus Ace 2 variant ফোনের দাম OnePlus Ace 2 এবং OnePlus 11R 5G- এই দুই ফোনের তুলনায় কিছুটা কম হবে। প্রসেসর এবং ডিসপ্লে ছাড়া OnePlus Ace 2 variant ফোনে আর কোনও অতিরিক্ত ফিচার বা স্পেসিফিকেশন থাকবে না বলেই মনে করা হচ্ছে। নতুন এই ফোন কবে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন- ট্যুইটার ব্লু-এর মতো এবার মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশন, খরচ কত? কী কী সুবিধা পাবেন