Realme 10 4G: ভারতে দ্রুত লঞ্চ হতে চলেছে রিয়েলমি ১০ ৪জি, ফাঁস ফোনের দাম এবং র্যাম ও স্টোরেজ
Realme Smartphone: রিয়েলমি ১০ ৪জি ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে একটি ২ মেগাপিক্সেলের সেনসর থাকতে পারে।
Realme 10 4G: রিয়েলমি ১০ ৪জি ফোন (Realme 10 4G) খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে চলেছে। যদিও এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে রিয়েলমির এই ৪জি (Realme 4G Phone) ফোন ভারতে লঞ্চ হতে আর বেশি দেরি নেই বলেই শোনা যাচ্ছে। এই ফোনে তিনটি র্যাম এবং স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে। খুব বেশি দাম হবে না এই ফোনের। মাঝামাঝি দামের মধ্যেই রিয়েলমি ১০ ৪জি ভারতে লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। এই ফোনে থাকবে একটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর।
কী কী র্যাম ও স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হতে পারে রিয়েলমি ১০ ৪জি ফোন
টিপস্টার সুধাংশু আম্ভোরে 91Mobiles- এর সঙ্গে যুক্ত হয়েছে এই ফোনের সম্ভাব্য র্যাম ও স্টোরেজ কনফিগারেশন সম্পর্কে জানিয়েছেন। তাঁর কথায় রিয়েলমি ১০ ৪জি ফোন ভারতে লঞ্চ হতে পারে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ, ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে। এই ফোনের দাম ভারতে হতে পারে ১৫ হাজার টাকার আশপাশে।
রিয়েলমি ১০ ৪জি ফোনের স্পেসিফিকেশন
- এই ফোনে একটি ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ৯০ হার্টজ।
- এই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক জেলিও জি৯৯ প্রসেসর থাকতে পারে। ভার্চুয়াল র্যামের সাপোর্ট রয়েছে এই ফোনে। অর্থাৎ ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজের সাহায্যে র্যামের পরিমাণ বাড়ানো যাবে।
- এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে একটি ২ মেগাপিক্সেলের সেনসর থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
- এই ফোনের ইনবিল্ট স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে বাড়ানো সম্ভব হবে। এই ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের SuperVooc চার্জিং সাপোর্ট।
ওয়ানপ্লাস নর্ড এন২০ এসই
ভারতে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হওয়ার আগেই ফ্লিপকার্ট ও অ্যামাজনের তালিকায় দেখা গিয়েছে এই ফোনের নাম। জানা গিয়েছে, এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম অ্যামাজনে দেখা গিয়েছে ১৪,৫৮৮৮ টাকা। অন্যদিকে ফ্লিপকার্টে এই ফোনের দাম ১৪,৭৯৯ টাকা। এই ফোন অ্যামাজন থেকে কেনা যাবে Celestial Black রঙে। আর ফ্লিপকার্টে এই ফোন পাওয়া যাবে Oasis Blue রঙের শেডে।