Realme 10 Pro Series: রিয়েলমি ১০ প্রো সিরিজের ফোন কবে লঞ্চ হবে ভারতে? দাম কত হতে পারে
Realme Smartphones: রিয়েলমি ১০ প্রো ৫জি এবং রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি- এই দুই ফোন ভারতে লঞ্চ হবে।
Realme 10 Pro Series: রিয়েলমি ১০ প্রো সিরিজ (Realme 10 Pro Series) ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ৮ ডিসেম্বর। এই স্মার্টফোন সিরিজে থাকতে চলেছে রিয়েলমি ১০ প্রো (realme 10 Pro) এবং রিয়েলমি ১০ প্রো প্লাস (Realme 10 Pro Plus)- এই দুই ফোন। রিয়েলমি ১০ প্রো সিরিজের এই দুই ফোনেই থাকতে চলেছে ৫জি সাপোর্ট। এছাড়াও জানা গিয়েছে, রিয়েলমি ১০ প্রো ৫জি ফোনে থাকতে চলেছে স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি প্রসেসর। অন্যদিকে রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি ফোনে থাকতে চলেছে মিডিয়াটেক ডিমেনসিটি ৯২০ প্রসেসর (গ্লোবাল ভ্যারিয়েন্ট)। এর পাশাপাশি এই ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে থাকবে মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ প্রসেসর। রিয়েলমি ১০ প্রো সিরিজের দুটো ফোনেই থাকবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর।
রিয়েলমি ১০ প্রো সিরিজের ফাঁস হওয়া সম্ভাব্য স্পেসিফিকেশন
- রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি মডেলে থাকতে পারে একটি ৬.৭ ইঞ্চির Curved AMOLED ডিসপ্লে। অন্যদিকে রিয়েলমি ১০ প্রো ৫জি ফোনে একটি ৬.৭২ ইঞ্চির IPS LCD ডিসপ্লে থাকার সমাভবয়ান রয়েছে।
- দুটো ফোনেই ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে। তার সঙ্গে থাকতে পারে অ্যান্ড্রয়েড ১৩ বেসড Reame UI 4.0 out-of-the-box- এর সাপোর্ট।
- ৮ জিবি ও ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে রিয়েলমি ১০ প্রো সিরিজের এই দু'টি ৫জি ফোন।
- দুটো ফোনেই থাকতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি। এর সঙ্গে রিয়েলমি ১০ প্রো ৫জি ফোনে ৩৩ অয়াটের ফাস্ট চার্জিং এবং রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি ফোনে ৬৭ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।
- রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি ফোনের দাম ভারতে ২৫ হাজার টাকার আশপাশ থেকে শুরু হতে পারে। অন্যদিকে রিয়েলমি ১০ প্রো ৫জি ফোনের দাম হতে পারে ২০ হাজার টাকার কাছাকাছি। এই দুই ফোন লঞ্চের পর ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।
রেডমি নোট ১২ সিরিজ
শাওমির (Xiaomi) সাব-ব্র্যান্ড রেডমি (Redmi) সংস্থা ভারতে রেডমি নোট ১২ সিরিজ লঞ্চ করতে চলেছে। সম্প্রতি রেডমি সংস্থাই একথা ঘোষণা করেছে। তবে এখনও রেডমি নোট ১২ সিরিজ ভারতে লঞ্চের নিশ্চিত দিনক্ষণ জানা যায়নি। রেডমি নোট ১২ সিরিজের ফোনে যে ক্যামেরা মডিউল থাকবে তার ঝলক প্রকাশ্যে এসেছে, যা দেখে মনে হচ্ছে এই ফোনের ক্যামেরা অনেকটা আইফোন ১৩ প্রো মডেলের মতো হতে চলেছে। চিনে ইতিমধ্যেই রেডমি নোট ১২ সিরিজ লঞ্চ হয়েছে। এবার ভারতের পালা।
আরও পড়ুন- রেডমি নোট ১২ সিরিজের নতুন ৫জি ফোন দ্রুত লঞ্চ হতে পারে ভারতে