Realme 5G Phone: ভারতে হাজির রিয়েলমি ১১ এবং ১১এক্স ৫জি, দুই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, দাম কত?
Realme: রিয়েলমির এই দুই ৫জি ফোন কেনা যাবে ফ্লিপকার্ট এবং সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে। এছাড়াও পাওয়া যাবে রিটেল স্টোরে।
Realme 5G Phone: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমির দুটো নতুন ৫জি ফোন। এর সঙ্গেই লঞ্চ হয়েছে রিয়েলমি বাডস এয়ার ৫ (Realme Buds Air 5) এবং রিয়েলমি বাডস এয়ার ৫ প্রো (Realme Buds Air 5 Pro) ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS) ইয়ারফোন। রিয়েলমি ১১ ৫জি (Realme 11 5G) এবং রিয়েলমি ১১এক্স ৫জি (Realme 11X 5G) - এই দুই ফোন ভারতে লঞ্চ হয়েছে। জানা গিয়েছে, এই দুই ফোনেই রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর। রিয়েলমি ১১ ৫জি ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। অন্যদিকে রিয়েলমি ১১এক্স ৫জি ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর।
ভারতে রিয়েলমি ১১ ৫জি এবং রিয়েলমি ১১এক্স ৫জি ফোনের দাম
রিয়েলমি ১১ ৪জি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। গ্লোরি গোল্ড এবং গ্লোরি ব্ল্যাক এই দুই রঙে রিয়েলমি ১১ ৫জি ফোন লঞ্চ হয়েছে। আগামী ২৯ অগস্ট থেকে বিক্রি শুরু হবে।
রিয়েলমি ১১এক্স ৫জিফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। এছাড়াও ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। মিডনাইট ব্ল্যাক, পারপ্লে ডন- এই দুই রঙে লঞ্চ হয়েছে রিয়েলমি ১১এক্স ৫জি ফোন। বিক্রি শুরু হবে ৩০ অগস্ট থেকে।
রিয়েলমির এই দুই ৫জি ফোন কেনা যাবে ফ্লিপকার্ট এবং সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে। এছাড়াও পাওয়া যাবে রিটেল স্টোরে।
রিয়েলমি বাডস এয়ার ৫
ভারতে রিয়েলমি বাডস এয়ার ৫- এর দাম ৩৬৯৯ টাকা। Arctic White এবং Deep Sea- এই দুই রঙে লঞ্চ হয়েছে নতুন ইয়ারবাডস। বিক্রি শুরু হবে ২৬ অগস্ট থেকে।
রিয়েলমি বাডস এয়ার ৫ প্রো
ভারতে রিয়েলমি বাডস এয়ার ৫ প্রো ইয়ারবাডসের দাম ৪৯৯৯ টাকা। Astral Black এবং Sunshine Blue- এই দুই রঙে লঞ্চ হয়েছে নতুন ইয়ারবাডস। ২৯ অগস্ট থেকে কেনা যাবে এই ইয়ারফোন। রিয়েলমির নতুন দুই ইয়ারবাডস কেনা যাবে ফ্লিপকার্ট, সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট এবং জনপ্রিয় রিটেল স্টোর থেকে।
আরও পড়ুন- আমন্ড, আখরোট নাকি কাজু... চুলের স্বাস্থ্য ভাল রাখতে রোজের ডায়েটে কোন কোন বাদাম রাখবেন?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন