Realme Smartphones: ভারতে রিয়েলমি ১২ সিরিজের দুটো নতুন ফোন লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি, রইল সম্ভাব্য ফিচার
Realme 12 5G Series: রিয়েলমি ১২ ৫জি এবং রিয়েলমি ১ ২প্রো ৫জি- এই দুই ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ করেনি সংস্থা।
Realme Smartphones: রিয়েলমি ১২ ৫জি (Realme 12 5G) এবং রিয়েলমি ১২ প্লাস ৫জি (Realme 12 Plus 5G) ফোন নিয়ে কাজকর্ম করছে রিয়েলমি সংস্থা। এই দুই ফোন সম্পর্কে বেশ কিছু তথ্য অনলাইন মাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি ১২ প্রো সিরিজ। তার আগেই রিয়েলমি সংস্থার আরও দুই ফোনের নাম দেখা গিয়েছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে। অনুমান, রিয়েলমি ১২ ৫জি এবং রিয়েলমি ১২ প্লাস ৫জি- এই দুই ফোনও ভারতে লঞ্চ হতে খুব বেশি দেরি নেই। প্রসঙ্গত উল্লেখ্য, রিয়েলমি ১২ প্রো সিরিজ ভারতে লঞ্চ হতে চলেছে ২৯ জানুয়ারি। রিয়েলমি ১২ প্রো এবং রিয়েলমি ১২ প্রো প্লাস- এই দুই মডেল লঞ্চ হবে। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এই দুই ফোনের নাম ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে দেখা গিয়েছিল। আর তা লঞ্চ হচ্ছে জানুয়ারি মাসের শেষদিকে। এর থেকে রিয়েলমি ১২ ৫জি এবং রিয়েলমি ১২ প্লাস ৫জি- এই দুই ফোনের ভারতে লঞ্চ সম্পর্কে একটা আভাস পাওয়া যাচ্ছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকের মতে রিয়েলমি ১২ ৫জি এবং রিয়েলমি ১২ প্লাস ৫জি, এই দুই ফোন হয়তো ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হতে পারে। অন্যদিকে রিয়েলমি ১২ প্লাস ৫জি ফোনের নাম চিনের MIIT সার্টিফিকেশন ওয়েবসাইটেও দেখা গিয়েছে।
রিয়েলমি ১২ প্লাস ৫জি ফোন কেমন দেখতে হতে পারে, ডিজাইন এবং ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে রইল সম্ভাব্য কিছু তথ্য
চিনের MIIT ওয়েবসাইট অনুসারে এই ফোনে কোয়াড রেয়াড ক্যামেরা সেটআপ এবং তার সঙ্গে একটি এলইডি ফ্ল্যাশ থাকতে পারে। এছাড়াও থাকতে পারে একটি মেটাল স্ট্রিপ যা ফোনের উপর থেকে নীচের অংশ পর্যন্ত থাকবে। ফোনের রেয়ার প্যানেলের মাঝবরাবর এই বিষয়টি লক্ষ্য করা যাবে। এছাড়াও ফোনের ব্যাক প্যানেলে বাঁদিকে নীচের অংশে রিয়েলমি সংস্থার লোগো থাকতে চলেছে। ফোনের ডানদিকের অংশে থাকবে ভলিউম বাটন। এর সঙ্গে থাকবে পাওয়ার বাটনও। ফোনের কোণের অংশগুলি 'রাউন্ডেড কর্নার' হতে পারে। রিয়েলমি সংস্থা তাদের নতুন ফোন দু'টি লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ কিছু ঘোষণা করেনি। তবে অনুমান রিয়েলমি ১২ প্লাস ৫জি এবং রিয়েলমি ১২ ৫জি- এই দুই ফোন বেশ তাড়াতাড়িই ভারতে লঞ্চ হতে পারে।
আরও পড়ুন- ওয়ানপ্লাস বাডস ৩ ইয়ারবাডস লঞ্চ হয়েছে ভারতে, কী কী ফিচার তাক লাগাবে ইউজারদের?