OnePlus Earbuds: ওয়ানপ্লাস বাডস ৩ ইয়ারবাডস লঞ্চ হয়েছে ভারতে, কী কী ফিচার তাক লাগাবে ইউজারদের?
OnePlus Buds 3: একবার চার্জ দিলে ১০ ঘণ্টা পর্যন্ত এই ইয়ারবাডসে চার্জ থাকবে। আর অ্যাডাপ্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট চালু থাকলে ৬.৫ ঘণ্টা পর্যন্ত চার্জ বজায় থাকবে।
OnePlus Earbuds: ওয়ানপ্লাস বাডস ৩ (OnePlus Buds 3) লঞ্চ হয়েছে ভারতে। এটি একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও (True Wireless Stereo Earphone) ইয়ারফোন। ডুয়াল ড্রাইভার্স রয়েছে এই ইয়ারবাডসের মধ্যে। এছাড়াও রয়েছে অ্যাডাপ্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট। ৪৯ ডেসিবেল পর্যন্ত এই নয়েজ ক্যানসেলেশনের সাপোর্ট পাওয়া যাবে। এছাড়াও রয়েছে ট্রান্সপারেন্সি মোড। এই ওয়্যারলেস হেডসেটে রয়েছে ওয়ানপ্লাস সংস্থা ডুয়াল কানেকশন ফিচারের সাপোর্ট। ওয়ানপ্লাস বাডস ৩ ইয়ারবাডস একটি IP55 রেটিং যুক্ত ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলের থেকে এই ইয়ারবাডস নষ্ট হবে না। একবার চার্জ দিলে ১০ ঘণ্টা পর্যন্ত এই ইয়ারবাডসে চার্জ থাকবে। আর অ্যাডাপ্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট চালু থাকলে ৬.৫ ঘণ্টা পর্যন্ত চার্জ বজায় থাকবে।
ওয়ানপ্লাস বাডস ৩ ইয়ারবাডসের দাম কত, কোথা থেকে কিনতে পারবেন
ওয়ানপ্লাস বাডস ৩ ইয়ারবাডসের দাম ৫৪৯৯ টাকা। মেটালিক গ্রে এবং স্প্লেনডিড ব্লু- এই দুই রঙে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাসের এই ইয়ারবাডস। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে এই ইয়ারবাডসের বিক্রি শুরু হবে। ওয়ানপ্লাসের ওয়েবসাইট, ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং বিভিন্ন রিটেল স্টোর থেকে এই ইয়ারবাডস কেনা যাবে।
ওয়ানপ্লাস বাডস ৩ ইয়ারবাডসের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন
- এই ইয়ারবাডসে রয়েছে ডুয়াল ড্রাইভার সেটআপ। ডান এবং বাঁ- দু'দিকের ইয়ারবাডসেই রয়েছে তিনটি মাইক্রোফোন। সেখানে রয়েছে ৩৮ ডেসিবেল সেনসিটিভিটি।
- এছাড়াও এই ইয়ারবাডসে রয়েছে ৪৯ ডেসিবেলের অ্যাডাপ্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট। আর রয়েছে প্রেশার সেনসিটিভ টাচ কন্ট্রোল। ইয়ারবাডসের স্টেমে রয়েছে এই ফিচার। এর সাহায্যে মিডিয়া এবং কল ম্যানেজমেন্ট করা সম্ভব। আর ভলিউম কন্ট্রোলের জন্য সোয়াইপ আপ অ্যান্ড ডাউন করতে হবে।
- দুটো ডিভাইসে একসঙ্গে ওয়ানপ্লাস বাডস ৩ বাডস যুক্ত করা যাবে। ১০ মিনিট চার্জ দিয়ে এই ইয়ারবাডসে প্রায় ৭ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে। ইউএসবি টাইপ-সি পোর্ট দিয়ে এই ইয়ারবাডসে চার্জ দেওয়া যাবে।
- হাই রেজোলিউশন অডিও সাপোর্ট রয়েছে এই ইয়ারবাডসে। Japan Audio Society (JAS) সার্টিফিকেশন দিয়েছে এই অডিও সাপোর্টে। এছাড়াও রয়েছে লো ল্যাটেন্সি মোড এবং Google Fast Pair সাপোর্ট।
- ইয়ারবাডসে রয়েছে ৫৮ এমএএইচ ব্যাটারি। আর চার্জিং কেসে রয়েছে ৫২০ এমএএইচ ব্যাটারি। ANC ফিচার চালু থাকলে ইয়ারবাডসে ৬.৫ ঘণ্টা পর্যন্ত চার্জ থাকবে। চার্জিং কেস সমেত ২৮ ঘণ্টা চার্জ থাকবে। ANC ফিচার বন্ধ থাকলে একটানা ১০ ঘণ্টা ব্যবহার করা যাবে ইয়ারবাডস। এছাড়া চার্জিং কেস সমেত ৪৪ ঘণ্টা পর্যন্ত এই ইয়ারবাডস চালু থাকবে।