Realme C31 Launch: ভারতে এল রিয়েলমির নতুন ফোন, দাম কত জানেন ?
Realme C31 Launch: কোম্পানির নতুন সাশ্রয়ী সি-সিরিজ স্মার্টফোন হিসাবে ভারতে এল Realme C31। 6.5-ইঞ্চি LCD ডিসপ্লে ও একটি 13-মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে।
Realme C31 Launch: কোম্পানির নতুন সাশ্রয়ী সি-সিরিজ স্মার্টফোন হিসাবে ভারতে এল Realme C31। 6.5-ইঞ্চি LCD ডিসপ্লে ও একটি 13-মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। Realme C31-এ পাবেন Unisoc T612 চিপসেট।
Realme C31: কত দাম এই ফোনের ?
4GB পর্যন্ত RAM ছাড়াও Android 11-ভিত্তিক Realme R UI-তে চলে এই ফোন। ডিভাইসে পাবেন 5,000mAh-এর ব্যাটারি প্যাক। ভারতে Realme C31 এর দাম শুরু হচ্ছে 8,999 টাকা থেকে। 3GB + 32GB স্টোরেজ মডেলের জন্য এই দাম রেখেছে কোম্পানি। যেখানে 4GB + 64GB ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৯,৯৯৯ টাকা। স্মার্টফোনটি গাঢ় সবুজ ও হালকা সিলভার
রঙের অপশনে পাবেন। Realme C31 কোম্পানির অনলাইন স্টোর, ফ্লিপকার্ট ও অফলাইন রিটেল চ্যানেলের মাধ্যমে 6 এপ্রিল রাত 12 টা থেকে কেনার জন্য পাওয়া যাবে।
Realme C31: স্পেকস কী আছে ফোনে ?
ডুয়াল-সিম (ন্যানো) Realme C31 Android 11-ভিত্তিক Realme UI R সংস্করণে চলে। হ্যান্ডসেটটিতে একটি 6.5-ইঞ্চি HD+ (720x1,600 পিক্সেল) LCD ডিসপ্লে রয়েছে, যার স্ক্রিন-টু-বডির অনুপাত 88.7 শতাংশ। Realme C31 একটি 12nm Unisoc T612 প্রসেসরে চলে। এতে 4GB পর্যন্ত RAM দেওয়া হয়েছে।
Realme C31: ক্যামেরা কেমন ফোনের ?
Realme C31-এ একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। যেখানে একটি f/2.2 অ্যাপারচার লেন্স ও 4x ডিজিটাল জুম সহ একটি 13-মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা, f/2.4 অ্যাপারচার লেন্স সহ একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা দিয়েছে কোম্পানি। এছাড়াও রয়েছে f/2.8 অ্যাপারচার লেন্স সহ অনির্দিষ্ট মনোক্রোম সেন্সর। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য হ্যান্ডসেটটিতে f/2.2 অ্যাপারচার লেন্স সহ একটি 5-মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে কোম্পানি। সম্প্রতি ১০,০০০-এর বাজেট সেগমেন্টকে ধরতে একের পর এক ফোন লঞ্চ করছে চিনা কোম্পানিগুলি। এই দৌড়ে পিছিয়ে নেই স্যামসাংও। সম্প্রতি তারাও এই বিভাগে কিছু ফোন লঞ্চ করেছে।
আরও পড়ুন: Oppo F21 Pro Series আসছে ভারতে, এই তারিখ হবে লঞ্চ