Realme GT Neo 3T: ভারতে লঞ্চ হবে রিয়েলমি জিটি নিও ৩টি, দেখে নিন সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন
Realme Smartphone: শোনা যাচ্ছে, তিনটি ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হতে পারে রিয়েলমি জিটি নিও ৩টি ফোন।
Realme GT Neo 3T: রিয়েলমি জিটি নিও ৩টি (Realme GT Neo 3T)ফোন গ্লোবাল মার্কেটে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। এবার ভারতেও লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। রিয়েলমি ইন্ডিয়ার (Realme India) সিইও মাধব শেঠ ভারতে রিয়েলমির (Realme Smartphone) এই ফোনের লঞ্চ নিশ্চিত করেছেন। ইউটিউবে একটি ভিডিও শেয়ারও করা হয়েছে। তবে রিয়েলমি জিটি নিও ৩টি ভারতে কবে লঞ্চ হবে তার নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে, তিনটি ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হতে পারে এই ফোন। এখানে থাকতে পারে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের একটি AMOLED ডিসপ্লে। এছাড়াও থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং একটি ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর।
ভারতে রিয়েলমি জিটি নিও ৩টি ফোনের লঞ্চ, দাম ও র্যাম-স্টোরেজ ভ্যারিয়েন্ট (সম্ভাব্য)
গ্লোবাল মার্কেটে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছে রিয়েলমির এই ফোন। দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৩৬,৬০০ টাকা। শোনা যাচ্ছে, ভারতে দ্রুত সম্ভবত সেপ্টেম্বর মাসে রিয়েলমি জিটি নিও ৩টি ফোন লঞ্চ হতে পারে।
রিয়েলমি জিটি নিও ৩টি ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন
গ্লোবাল ভ্যারিয়েন্টের সঙ্গে এই ফোনের ভারতীয় মডেলের মিল থাকবে বলে অনুমান করা হচ্ছে। অ্যান্ড্রয়েড ১২ এবং Realme UI 3.0- এর সাপোর্টে পরিচালিত হবে রিয়েলমি জিটি নিও ৩টি ফোন। শোনা যাচ্ছে, একটি ৬.৬২ ইঞ্চির E4 AMOLED ডিসপ্লে থাকতে পারে এই ফোনে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপডড়াগন ৮৭০ প্রসেসর থাকতে পারে এই ফোনে। তার সঙ্গে স্ট্যান্ডার্ড হিসেবে ৮ জিবি র্যাম যুক্ত থাকতে পারে এই ফোনের প্রসেসরের সঙ্গে।
রিয়েলমি জিটি নিও ৩টি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থাকতে পারে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা সেনসর।
রিয়েলমির আসন্ন ফোনে ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ থাকতে পারে। এছাড়াও এই ফোনে ৫০০০ এমএএইচের একটি শক্তিশালী ব্যাটারি থাকতে পারে। তার সঙ্গে ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার কথা রয়েছে রিয়েলমি জিটি নিও ৩টি ফোনে।