Realme Smartphones: রিয়েলমি 'জিটি' সিরিজের নতুন ফোন লঞ্চ হতে পারে ভারতে, কোন মডেল লঞ্চের সম্ভাবনা রয়েছে?
Realme GT Neo 6: এই ফোন ভারতে কবে লঞ্চ হবে সেই প্রসঙ্গে নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি। বলা হচ্ছে, রিয়েলমি জিটি নিও ৫ ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে এই ফোন।
![Realme Smartphones: রিয়েলমি 'জিটি' সিরিজের নতুন ফোন লঞ্চ হতে পারে ভারতে, কোন মডেল লঞ্চের সম্ভাবনা রয়েছে? Realme GT Neo 6 may launch in India Soon BIS Certification Hints Check the Expected Specifications Realme Smartphones: রিয়েলমি 'জিটি' সিরিজের নতুন ফোন লঞ্চ হতে পারে ভারতে, কোন মডেল লঞ্চের সম্ভাবনা রয়েছে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/13/6f74788d969a7c67975f471635f49c3d1710350873381485_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Realme Smartphones: ভারতে রিয়েলমি জিটি সিরিজের (Realme GT Series) নতুন ফোন লঞ্চ হতে চলেছে। শোনা গিয়েছে, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের (BIS Site) ওয়েবসাইটে এই ফোনের নাম দেখা গিয়েছে। আর তা থেকেই অনুমান করা হচ্ছে যে রিয়েলমির এই ফোন (Realme Phone) ভারতে লঞ্চ হতে খুব বেশি দেরি নেই। রিয়েলমি জিটি নিও ৬ ফোন (Realme GT Neo 6) লঞ্চ হতে চলেছে ভারতে। এখনও নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ্যে আসেনি। বলা হচ্ছে, রিয়েলমি জিটি নিও ৫ ফোনের (Realme GT Neo 5) সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে রিয়েলমি জিটি নিও ৬ ফোন।
রিয়েলমি জিটি নিও ৬ ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকার সম্ভাবনা রয়েছে, এখনও পর্যন্ত এই ফোন সম্পর্কে কী কী জানা গিয়েছে
- শোনা গিয়েছে, রিয়েলমির আসন্ন ফোনে একটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট থাকতে পারে।
- এছাড়াও এই ফোনে 1.5K রেজোলিউশন যুক্ত ডিসপ্লে থাকার কথা শোনা গিয়েছে।
- রিয়েলমি জিটি নিও ৬ ফোনে ১০০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।
- এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে রেয়ার ক্যামেরা ইউনিটে। এই সেনসরের সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাজেশন ফিচার যুক্ত থাকতে পারে এছাড়াও ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট থাকতে পারে রেয়ার ক্যামেরা মডিউলের মেন সেনসরে।
- সম্ভবত ৫জি কানেক্টিভিটি ফিচারের সাপোর্ট নিয়ে ভারতের বাজারে লঞ্চ হবে রিয়েলমি জিটি নিও ৬ ফোন।
ভারতে রিয়েলমির আরও একটি ফোন লঞ্চ হতে চলেছে মার্চ মাসেই
আগামী ১৯ মার্চ ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি ফোন। আনুষ্ঠানিক লঞ্চের আগে সংস্থার তরফ থেকে ফোনের ডিজাইন এবং কিছু ফিচার প্রকাশ্যে আনান হয়েছে। সম্ভাব্য কিছু ফিচারও ফাঁস হয়েছে। রিয়েলমি নারজো ৬০ প্রো ৫জি ফোনের সাকসেসর হিসেবে এই নতুন মডেল লঞ্চ হতে চলেছে। এই ফোনে একটি Sony IMX890 প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে যেখানে আবার অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্ট থাকতে পারে। রিয়েলমির আসন্ন ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকার কথা রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে চলেছে। এর পাশাপাশি গ্লসি ডুয়াল টোন এবং গ্লাস বিল্ট- এই ডিজাইন দেখা যাবে ফোনের রেয়ার বা ব্যাক প্যানেলে। রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি ফোনের দাম ৩০ হাজার টাকার মধ্যে হতে পারে বলে অনুমান করা হচ্ছে। যদিও সংস্থার তরফে এই প্রসঙ্গে কিছু ঘোষণা করা হয়নি।
আরও পড়ুন- ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো টি৩ ৫জি ফোন, কী কী ফিচার থাকতে পারে এই ডিভাইসে?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)