Realme Phones: একই দিনে ভারতে আসছে রিয়েলমির নতুন দুই ৫জি ফোন, 'নারজো' সিরিজের ফোনগুলির দাম কত হতে পারে
Realme Narzo Phones: রিয়েলমি নারজো ৮০ প্রো ৫জি ফোনের দাম শুরু হবে ২০ হাজার টাকার কমেই। অন্যদিকে রিয়েলমি নারজো ৮০এক্স ৫জি ফোনের দাম শুরু হবে ১৩ হাজার টাকার কম থেকে।

Realme Phones: রিয়েলমি সংস্থা জানিয়েছে তারা ভারতে লঞ্চ করতে চলেছে নারজো সিরিজের দুটো ৫জি ফোন। একই দিনে লঞ্চ হবে এই দুই ফোন। রিয়েলমি নারজো ৮০ প্রো ৫জি এবং রিয়েলমি নারজো ৮০এক্স ৫জি- এই দুই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে এপ্রিল মাসেই। আগামী ৯ এপ্রিল দুপুর ১২টায় এই দুই ফোন লঞ্চ হবে ভারতে। জানা গিয়েছে, রিয়েলমি নারজো সিরিজের এই দুই ৫জি ফোনে থাকতে চলেছে মিডিয়াটেক ডিমেনসিটি চিপসেট। লঞ্চের পর দেশে অনলাইনে এই ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং রিয়েলমি ইন্ডিয়া ওয়েবসাইট থেকে। রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি এবং রিয়েলমি নারজো ৭০এক্স ৫জি- এই দুই ফোনের সাকসেসর মডেল হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি নারজো ৮০ প্রো ৫জি এবং রিয়েলমি নারজো ৮০এক্স ৫জি- এই দুই ফোন। রিয়েলমি নারজো সিরিজের আসন্ন দুই ৫জি ফোনের দাম সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। এর পাশাপাশি জানা গিয়েছে এই দুই ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্ট থাকবে।
ভারতে রিয়েলমি নারজো ৮০ প্রো ৫জি এবং রিয়েলমি নারজো ৮০এক্স ৫জি- এই দুই ফোনের দাম কত হতে পারে, দেখে নিন
রিয়েলমি নারজো ৮০ প্রো ৫জি ফোনের দাম শুরু হবে ২০ হাজার টাকার কমেই। অন্যদিকে রিয়েলমি নারজো ৮০এক্স ৫জি ফোনের দাম শুরু হবে ১৩ হাজার টাকার কম থেকে। এক্ষেত্রে দুই ফোনের বেস মডেল বা বেস ভ্যারিয়েন্টের দামের আভাস দেওয়া হয়েছে।
রিয়েলমি নারজো ৮০ প্রো ৫জি এবং রিয়েলমি নারজো ৮০এক্স ৫জি- এই দুই ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে লঞ্চের আগে জেনে নিন
- রিয়েলমি নারজো ৮০এক্স ৫জি ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৬৪০০ প্রসেসর থাকতে চলেছে। অন্যদিকে রিয়েলমি নারজো ৮০ প্রো ৫জি ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৪০০ প্রসেসর থাকবে বলে শোনা গিয়েছে।
- রিয়েলমি নারজো ৮০ প্রো ৫জি ফোনে ৮০ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকবে। আর রিয়েলমি নারজো ৮০এক্স ৫জি ফোনের ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।
- রিয়েলমি নারজো সিরিজের এই দুই ৫জি ফোনে একবার পুরো চার্জ দিলে ১৬ ঘণ্টারও বেশি ইনস্টাগ্রাম স্ক্রল করার সুযোগ পাবেন ইউজার।
- রিয়েলমি নারজো ৮০ প্রো ৫জি ফোন যাতে ব্যবহারের পর অতিরিক্ত গরম না হয়ে যায়, সেই জন্য এখানে থাকছে একটি ভেপার চেম্বার কুলিং সিস্টেম। এই ফোনে কার্ভড ডিসপ্লে থাকতে চলেছে।
- রিয়েলমি নারজো ৮০এক্স ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে থাকবে। এছাড়াও এই ফোনে পাবেন মিনিটারি গ্রেডের শকপ্রুফ ফিচারের সাপোর্ট। এই ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জল কিংবা ধুলোয় সহজে নষ্ট হবে না।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
