Realme Narzo N61: ৭০০০ টাকার কমে রিয়েলমির নতুন স্মার্টফোন, এতই মজবুত যে পড়লে ভাঙবে না সহজে
Realme Phones: আগামী ৬ অগস্ট থেকে রিয়েলমি নারজো এন৬১ ফোনের বিক্রি শুরু হতে চলেছে। কেনা যাবে রিয়েলমির অনলাইন স্টোর এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে।
Realme Narzo N61: রিয়েলমি তাদের নারজো সিরিজের বাজেট রেঞ্জে (Budget Rang Phone) র ফোন লঞ্চ করেছে ভারতে। রিয়েলমি নারজো এন৬১ ফোন (Realme Narzo N61) লঞ্চ হয়েছে দেশে। এটি একটি ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। রিয়েলমি নারজো এন৬১ ফোনে রয়েছে ArmorShell Protection সাপোর্ট। এর অর্থ অন্তত চার বছর ভালভাবেই এই ফোন ব্যবহার করা যাবে। হাল্কা ওজনের এবং স্লিম ডিজাইনে লঞ্চ হয়েছে রিয়েলমি নারজো এন৬১ ফোন। আগামী ৬ অগস্ট থেকে রিয়েলমি নারজো এন৬১ ফোনের বিক্রি শুরু হতে চলেছে। কেনা যাবে রিয়েলমির অনলাইন স্টোর এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে। ভয়েজ ব্লু এবং মার্বেল ব্ল্যাক- এই দুই রঙে লঞ্চ হয়েছে রিয়েলমি নারজো এন৬১ ফোন।
ভারতে রিয়েলমি নারজো এন৬১ ফোনের দাম ভারতে কত
- এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ৬৯৯৯ টাকা।
- এছাড়াও রয়েছে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেল, যার দাম ৭৯৯৯ টাকা।
রিয়েলমি নারজো এন৬১ ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন
- ডুয়াল ৪জি সিমের সাপোর্ট রয়েছে এই ফোনে।
- ৬.৭৪ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
- এই ডিসপ্লেতে আই কমফোর্ট ফিচারের সাপোর্ট রয়েছে। ফলে দীর্ঘক্ষণ ফোন দেখলেও ইউজারদের চোখ ক্ষতিগ্রস্ত হবে না।
- একটি অক্টা-কোর Unisoc T612 চিপসেট রয়েছে রিয়েলমি এন৬১ ফোনে।
- এই ফোনে রয়েছে ডায়নামিক র্যাম এক্সপ্যানশন ফিচারের সাপোর্ট। এর সাহায্যে ৬ জিবি পর্যন্ত ভার্চুয়াল ভাবে বাড়ানো যাবে ৬ জিবি পর্যন্ত।
- মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ফোনের স্টোরেজের পরিমাণও বৃদ্ধি করা যাবে।
- অ্যান্ড্রয়েড ১৪ বেসড Realme UI ইন্টারফেসের সাহায্যে পরিচালিত হবে রিয়েলমি নারজো এন৬১ ফোন রয়েছে।
- কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ফোনে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০, ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক এবং ইউএসবি টাইপ-সি পোর্টের সাপোর্ট।
- ৩২ মেগাপিক্সেলের মেন ক্যামেরা রয়েছে রিয়েলমি নারজো এন৬১ ফোনের ব্যাক প্যানেলে। এই ক্যামেরার সাহায্যে 1080p ভিডিও রেকর্ডিং করা সম্ভব।
- ফোনের সঙ্গেই চার্জার দেবে সংস্থা। ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে রিয়েলমি নারজো এন৬১ ফোনে।
আরও পড়ুন- ওপ্পোর নতুন ফোন হাজির ভারতে, কেনা যাবে ১৫ হাজার টাকার কমেই
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।