Oppo Phones: ওপ্পোর নতুন ফোন হাজির ভারতে, কেনা যাবে ১৫ হাজার টাকার কমেই
Oppo K12x 5G: ২ অগস্ট থেকে ওপ্পো কে১২এক্স ৫জি ফোন বিক্রি শুরু হবে দেশে। অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট এবং ওপ্পো ইন্ডিয়া ই-স্টোর থেকে।
Oppo Phones: ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো কে১২এক্স ৫জি ফোন (Oppo K12x 5G)। একটি ৬ এনএম মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ প্রসেসর রয়েছে এই ফোনে। এর সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি পর্যন্ত র্যাম। ওপ্পোর এই ফোনে রয়েছে একটি মিলিটারি গ্রেড MIL-STD-810H সার্টিফিকেশন। এর অর্থ হল একটি ৩৬০ ডিগ্রি ড্যামেজ প্রুফ বডি (Damage Proof Body) রয়েছে এই ফোনে। ফলে ফোন পড়ে গেলে সহজে ভাঙবে না কিংবা নষ্ট হবে না। এছাড়াও ওপ্পো কে১২এক্স ৫জি ফোনে রয়েছে স্প্ল্যাশ টাচ টেকনোলজির (Splash Touch Technology) সাপোর্ট। তার ফলে ভেজা হাতেও ব্যবহার করা যাবে এই ফোন। বেশ স্লিম এবং স্লিক ডিজাইন নিয়ে লঞ্চ হয়েছে এই ফোন, ৭.৬৮ মিলিমিটার পুরু। ২ অগস্ট থেকে ওপ্পো কে১২এক্স ৫জি ফোন বিক্রি শুরু হবে দেশে। অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট এবং ওপ্পো ইন্ডিয়া ই-স্টোর থেকে।
ভারতে ওপ্পো কে১২এক্স ৫জি ফোনের দাম ভারতে কত
- এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা।
- অন্যদিকে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ১৫,৯৯৯ টাকা।
ক্রেতাদের ১০০০ টাকা ইনস্ট্যান্ট ছাড় দেবে ওপ্পো সংস্থা। তবে নির্দিষ্ট ব্যাঙ্কের ট্রানজাকশনে এই ছাড় পাওয়া যাবে। অন্যদিকে থাকছে নো-কস্ট ইএমআই অপশন তিন মাস পর্যন্ত। শুধুমাত্র ২ অগস্টই এই ছাড় থাকবে। ব্রিজ ব্লু এবং মিডনাইট ভায়োলাইট- এই দুই রঙে ওপ্পো কে১২এক্স ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছে।
ওপ্পো কে১২এক্স ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে
- এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি স্ক্রিন রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
- অ্যান্ড্রয়েড ১৪ বেসড ColorOS 14- এর সাহায্যে পরিচালিত হবে ফোন।
- একটি ডুয়াল reinforced Panda Glass প্রোটেকশন রয়েছে ডিসপ্লের উপরে।
- ওপ্পো কে১২এক্স ৫জি ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৩২ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।
- ওপ্পো কে১২এক্স ৫জি ফোন ৫১০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের SuperVOOC চার্জিং সাপোর্ট রয়েছে।
- এই ফোনে কানেক্টিভিটি ফিচার হিসেবে রয়েছে ৫জি, ডুয়াল ৪জি VoLTE, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.১, GPS, GLONASS এবং ইউএসবি টাইপ-সি পোর্টের সাপোর্ট। এই ফোনে ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক রয়েছে। ফোনের সাইডের অংশে ছিল ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
আরও পড়ুন- পোকো বাডস এক্স১ লঞ্চ হতে চলেছে ভারতে, কেমন হবে ডিজাইন? কী কী ফিচার থাকতে পারে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।